রোববার ২২ ডিসেম্বর ২০২৪
৮ পৌষ ১৪৩১
কুমিল্লায় বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা
‘বাসযোগ্য নগর গঠনে নাগরিক দায়িত্ববোধের প্রতিফলন ঘটাতে হবে’
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ১২:৪৭ এএম |

 ‘বাসযোগ্য নগর গঠনে  নাগরিক দায়িত্ববোধের  প্রতিফলন ঘটাতে হবে’
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেছেন, ‘বাসযোগ্য নগর গঠনে নাগরিক দায়িত্ববোধের প্রতিফলন ঘটাতে হবে। শুধু র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে কর্মসূচিকে সীমাবদ্ধ থাকলে হবে না।’
সোমবার (৭ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান। 
এসময় আরও বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন প্রমুখ। 
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট সঞ্জিত কুমার সিংহ ও প্রকৌশলী মুজাদ্দেদ। দিবসের ওপর ভিত্তি করে পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়।
















সর্বশেষ সংবাদ
মাতৃভান্ডারের রসমালাইয়ে মাছি-তেলাপোকা!
ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসেনা
বাইক চালকের ‘কিল-ঘুষিতে’ অটোচালকের মৃত্যু:
‘দখলদারিত্ব বন্ধ হয়নি, শুধু দখলবাজ পরিবর্তন হয়েছে’
লালমাইয়েবাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
কুমিল্লায় ঝগড়া থামাতেগিয়ে বৃদ্ধের মৃত্যু
মাতৃভান্ডারের রসমালাইয়ে মাছি-তেলাপোকা!
বিচার বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের সুযোগ এসেছে ... হাবিব উন নবী সোহেল
বাইক চালকের ‘কিল-ঘুষিতে’ অটোচালকের মৃত্যু:
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২