নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেছেন, ‘বাসযোগ্য
নগর গঠনে নাগরিক দায়িত্ববোধের প্রতিফলন ঘটাতে হবে। শুধু র্যালি ও আলোচনা
সভার মাধ্যমে কর্মসূচিকে সীমাবদ্ধ থাকলে হবে না।’
সোমবার (৭ অক্টোবর)
‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ আয়োজিত আলোচনা
সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির
বক্তব্য দেন- গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম ও
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান।
এসময়
আরও বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, সড়ক
বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, কুমিল্লা সিটি করপোরেশনের
নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন প্রমুখ।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন
পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট সঞ্জিত কুমার সিংহ ও প্রকৌশলী মুজাদ্দেদ।
দিবসের ওপর ভিত্তি করে পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন গণপূর্ত বিভাগের
উপবিভাগীয় প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি
প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়।