কুমিল্লা
কাপ্তানবাজার ইসলামী সেবা সংস্থার আয়োজনে মাহফিল অনুষ্ঠিত হয়েছে, প্রধান
বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হযরত মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব। শনিবার
মাগরিব বাদ কুমিল্লা কাপ্তান বাজার বেপারি পুকুর পাড় কাপ্তান বাজার
কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সে সংগঠনের সভাাপতি, কুমিল্লা মডার্ণ
হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক প্রফেসর মজিবুর রহমান এর পরিচালনায় ও
খলিলুর রহমান বিপ্লবের তত্বাবধানে বিশেষ ওয়াজ করেন কচুয়া নিশ্চিন্তপুর
কামিল মাদরাসার হেড মুহাদ্দীছ মাওলানা নুরুজ্জামান, মসজিদের খতিব শাহজালাল
হাবীবী। বক্তব্য শেষে বিশেষ মুনাজাত করেন মোশতাক ফয়েজী। মাহফিলে বক্তাদের
কথা শুনতে কুমিল্লার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ ছিলো
চোখে পরার মতো। এছাড়াও নারীদের জন্য পৃথকভাবে বসার স্থান করা হয়েছিলো।
প্রজেক্টরের মাধ্যমে তারা বক্তাদের ওয়াজ শুনতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ
করেছে।
বক্তব্যে মোশতাক ফয়েজী বলেন, মামলা হামলার ভয় দেখিয়ে আমাকে
কুমিল্লায় মাহফিল করতে দেয়া হয়নি। এখন সময় বদলে গেছে। আমরা এখন স্বাধীন, মন
খুলে দ্বীনের প্রচার করতে পারবো।