নিজস্ব
প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কুমিল্লা বিভাগীয় কর্মী সভা
সোমবার (৭ অক্টোবর) বিকালে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডস্থ একটি কনভেনশন
হলে অনুষ্ঠিত হয়েছে। ওলামা দলের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ
জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
হাজী আমিন উর রশিদ
ইয়াছিন বলেন, অনেকে এখন গায়ের সাথে গা লাগিয়ে ছবি তুলবে। সেই ছবি ব্যবহার
করে ধান্দা করবে। নাম পড়বে বিএনপির। এরা বিএনপির কেউ না। বিএনপি
ধান্ধাবাজের দল না। বিএনপি সেই দল যে দলের নেতা জিয়াউর রহমান বন্দুক কাঁধে
নিয়া স্বাধীনতা যুদ্ধে গিয়েছে। ২/১ টা ধান্ধাবাজ আছে যারা এর নামে হের নামে
মামলা দিয়া ধান্ধা করে।
তিনি আরো বলেন, খোতবার সময় দেখেছি অনেক ইমাম
সাহেব এনএসআই লোকের ভয়ে এদিক সেদিক তাকাতো। কখন জানি কোন কথায় ধইরা বসে। আর
আলেম ওলামাদেরতো জঙ্গি বানিয়ে জেলে ঢুকিয়েছে। আপনারাই সেই ওলামা দল যারা
সামনে বড় ভূমিকা রাখবে। অনেকে বলেছেন দলে অতিথি পাখিদের জায়গা দেয়া হবে না।
আমি বলবো আমাদের নেতার দরকার নেই। কর্মী ও সাপোর্টার লাগবে। ভোটার লাগবে।
কারণ সামনের দিকে ভোটের বাক্স হবে ইমাম সাহেবের খোতবার মিম্বরের মতো
পবিত্র। আগের মতো কেউ চাইলেই সেখানে ঢুকতে পারবে না।
অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক
সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী
ড্যানি, বিএনপির কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওলানা পীরজাদা শাহ মোঃ নেছারুল
হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের আহবায়ক
আলহাজ্ব মাওলানা কাজী সেলিম রেজা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন
কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব এডভোকেট কাজী মাওলানা মোঃ আবুল হোসেন।
কুমিল্লা
দক্ষিণ জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও
দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন নোমান,
ব্রাহ্মনবাড়িয়া ওলামা দলের সদস্য সচিব মাওলানা শরীফ উদ্দিনের যৌথ সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির
আহবায়ক উৎবাতুল বারী আবু, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা কাজী
আলমগীর হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন,
মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, জাতীয় ওলামা দল সদস্য
অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।