সম্প্রতি দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এর উদ্যোগে কুমিল্লা শহরের প্রকৌশলী ও তাদের পরিবার নিয়ে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। বৃষ্টিস্নাত অনুষ্ঠানে কুমিল্লা শহরের শীর্ষস্থানীয় ৩০ জন প্রকৌশলী এবং তাদের পরিবারবর্গসহ প্রায় ১২০ জন অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এর হেড অব টেকনিক্যাল সার্ভিসেস ফখরুদ্দিন মোহাম্মাদ খান এবং বিশেষ বক্তব্য রাখেন লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এর রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ ইমদাদুল হক। এসময় কুমিল্লা শহরের প্রখ্যাত প্রকৌশলীগণ নির্মাণসামগ্রীর বিভিন্ন বিষয় নিয়ে তাদের বক্তব্য তুলে করেন। অনুষ্ঠানটিতে নতুন, পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণশৈলী নিয়ে প্রকৌশলীগণ ও লাফার্জহোলসিমের কর্মকর্তাগণ তাদের মতামত তুলে ধরেন।
লাফার্জহোলসিম বাংলাদেশ আবহাওয়া ও জলবায়ুর সাথে ২০২০ সালে হোলসিম ওয়াটার প্রোটেক্ট নামে বিশেষ সিমেন্ট বাজারে আনে যা বাড়িকে ড্যাম্পের হাত থেকে রক্ষা করে।নতুন এই সিমেন্টের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে আগত প্রকৌশলীগন। এছাড়াও ফেয়ার ফেস নির্মাণের জন্য গতাণুগতিক পদ্ধতির পরিবর্তে সুপারক্রিট প্লাস ব্যবহারের কথাও তুলে ধরেন তারা। নতুন ও পরিবেশবান্ধব পণ্য তৈরীর প্রতিজ্ঞায় ইটের পরিবর্তে কংক্রিটে ব্লকের ব্যবহার, তৈরী প্রণালীসহ এর বিভিন্ন ব্যবহার তুলে ধরেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
নির্মাণের পরিপূর্ণ সমাধানের ধারণা থেকে ২০২০ সালে এগ্রিগেট এবং ২০২৪ সালের মার্চ মাসে হোলসিম ব্লক বাজারে এনেছে লাফার্জহোলসিম।