শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
৭ পৌষ ১৪৩১
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি মাইমুনা
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১২:০৪ পিএম |

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি মাইমুনামালয়েশিয়ায় শুরু হয়েছে ৬৪তম আন্তর্জাতিক আল কোরআন পাঠ ও মুখস্থ প্রতিযোগিতা। আট দিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন হাফেজা মাইমুনা মনিরুজ্জামান।
শুক্রবার (৫ অক্টোবর) থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৭১টি দেশের মোট ৯২ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন হাফেজা মাইমুনা মনিরুজ্জামান। এদের মধ্যে ৫৩ জন কোরআন পাঠ এবং ৩৯ জন মুখস্থ প্রতিযোগী রয়েছেন।

 
গত ৫ অক্টোবর রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইসলামিক ডেভেলপমেন্টের আয়োজিত কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রতিযোগিতাটি সকাল ও সন্ধ্যা দুটি সেশনে ভাগ করা হয়েছে। যেখানে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে মুখস্থ পর্ব এবং রাত সাড়ে ৮টায় আল-কোরআন পাঠ পর্ব।
 
সোমবার (৭ অক্টোবর) তৃতীয় দিন সকালে মুখস্থ প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১০ জন প্রতিযোগী কোরআন তিলাওয়াত করেছেন। তারা হলেন- বাংলাদেশের হাফেজা মাইমুনা মনিরুজ্জামান, মৌরিতানিয়ার মুসা আহমেদ এলি, সোমালিয়ার সাইদ আবদুল্লাহি মোহাম্মদ, মালির মামুসাদি দুকুরে, রাশিয়ার আইমিদিন ফারখুদিনভ, জার্মানির ইয়াসিন আলহুমায়ি, লেবাননের বুশরা বাসাম আবদেলহাদি, গায়নার সালিহ মুহাম্মদ রহিম, সৌদি আরবের রিয়ান সাঈদ বি আলঝরানি এবং বুরকিনা ফাসোর আবদুল জাব্বার কালমোগো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬৪তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও মুখস্থ বিভাগের প্রথম বিজয়ী পাবেন ৫২ হাজার রিঙ্গিত মূল্যের পুরস্কার। এছাড়া বিজয়ীকে ইয়াসান পেমবাংগুনান ইকোনোমি মালয়েশিয়া ১২ হাজার রিঙ্গিত মূল্যের সোনার মেডেল ও নগদ ৪০ হাজার রিঙ্গিত পুরস্কার দেবে।
উভয় বিভাগের রানার্সআপ পাবেন ৩০ হাজার রিঙ্গিত এবং ইয়াসান পেমবাংগুনান ইকোনোমি মালয়েশিয়ার সোনার মেডেল। তৃতীয় স্থান অর্জনকারী ২০ হাজার রিঙ্গিত এবং ইয়াসান পেমবাংগুনান ইকোনোমি মালয়েশিয়ার সোনার মেডেল। এছাড়া বিজয়ীরা সবাই পুরস্কার, অংশগ্রহণের প্রশংসাপত্র এবং স্যুভেনিয়র পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরের মন্ত্রী (ধর্ম বিষয়ক) দাতুক মোহাম্মদ নাঈম মোখতার।
 
আগামী ১২ অক্টোবর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন দেশটির রাজা ইয়াং দি-পেরতুয়ান আগং সুলতান ইব্রাহিম এবং রানী পেরমাইসুরি আগোং রাজা জারিথ সোফিয়া।
  
হাফেজ মাইমুনা ময়মনসিংহ জেলার ইমাম কারী মনিরুজ্জামান শরীফের মেয়ে। তিনি রাজধানীর সাউদা বিনতে জামআহ (রা.) হেফজ মাদরাসার ছাত্রী। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন হাফেজা মাইমুনা মনিরুজ্জামান। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে দুবাইতে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হাফেজা মাইমুনা।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
কুমিল্লায় রোপা আমন ধান কাটার উৎসব
কুবি শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে উদ্যোগ নেই
নগরীর চাঙ্গিনীতে দখলকৃত সরকারি রাস্তাটি আজও দখলমুক্ত হয়নি
যাত্রীদের চরম দুর্ভোগ লাকসামে ইঞ্জিন লাইনচ্যুত, আড়াই ঘন্টা পর ছেড়ে গেলো ট্রেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লটারীতে যাদের নাম আসেনি, তারা যাবেন কোথায় ?
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
কুমিল্লায় ঝগড়া থামাতেগিয়ে বৃদ্ধের মৃত্যু
কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
লাকসামে মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন উদ্বোধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২