বাংলাদেশি
এক নাগরিক মো. কামাল হোসেনকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)
সীমান্তে গুলি করে হত্যা করায় ভারতকে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানিয়েছে
বাংলাদেশ। বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা মো. কামাল হোসেনকে গত ৭
অক্টোবর বিএসএফ গুলি করে হত্যা করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৯
অক্টোবর) জানিয়েছে, গত ৭ অক্টোবর বিএসএফ এর গুলিতে সীমান্ত হত্যার ঘটনায়
ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশনে পাঠানো এক কূটনৈতিক নোটের মাধ্যমে
নয়াদিল্লির কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। প্রতিবাদপত্রে বাংলাদেশ
উদ্বেগ প্রকাশের পাশাপাশি জানিয়েছে যে ভারতীয় বাহিনী সীমান্ত হত্যা শূন্যের
কোটায় নামিয়ে আনার অঙ্গিকার করলেও তা বারবার ভঙ্গ করছে। বাংলাদেশ সরকার
মনে করে যে সীমান্ত হত্যার ঘটনা অবাঞ্ছিত এবং অনাকাঙ্খিত। সীমান্তত হত্যার
ঘটনায় ১৯৭৫ সালের ইন্দো-বাংলাদেশ সীমান্ত কর্তৃপক্ষের গাইডলাইনের লঙ্ঘন।
বাংলাদেশ
সরকার ভারত সরকারের প্রতি অনতিবিলম্বে সীমান্ত হত্যার মত ঘটনা বন্ধ করার
জন্য আহ্বান জানাচ্ছে। সীমান্ত হত্যার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার
জন্য বাংলাদেশ ভারতকে আহ্বান জানাচ্ছে।