কুমিল্লা
জেলার বুড়িচং উপজেলা ও নোয়াখালী জেলার জেলা সদর ও বেগমগঞ্জ উপজেলার
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ৪শ পরিবারের ১২শ মানুষের মাঝে বস্ত্র
সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহনীর
মহাপরিচালকের পক্ষ থেকে কুমিল্লা রেঞ্জ কমান্ডার ও পরিচালক আশিষ কুমার
ভট্রাচাযর্, বিভিএমএস বস্ত্র সামগ্রীগুলো তুলে দেন।
মঙ্গলবার (৮ই
অক্টোবর ) সকাল ১০টায় কুমিল্লা জেলার বূড়িচং উপজেলার জেলা পরিষদ ডাকবাংলো
সংলগ্ন মাঠে ২শ পরিবার ও বিকাল ৩টায় নোয়াখালী জেলা আনসার ও ভিডিপি
কার্যালয় ২শ পরিবার সহ সর্বমোট ৪শ পরিবারের ১২শতাধিক মানুষের মাঝে বাংলাদেশ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহনী কুমিল্লা রেঞ্জের উদ্যোগে বস্ত্র সামগ্রী
বিতরণ করা হয়। এ সময় কুমিল্লা রেঞ্জ কমান্ডার ও পরিচালক আশিষ কুমার
ভট্রাচার্য বিভিএমএস বলেন, এ উপহার সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার
অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষের দূর্দশা দূরীকরণে স্বস্তির পরিবেশ তৈরি
করবে। পরবর্তীতে পূনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আনসার ও গ্রাম
প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের গৃহ নির্মাণ উপকরণ
সরবরাহ এবং কৃষকদের মাঝে শীতকালীন শস্য বীজ বিতরণের উদ্যোগ গ্রহন করা হবে।
এর আগে ৬ই অক্টোবর লক্ষ্মীপুর জেলার ২টি উপজেলা এবং ফেনী জেলার ২টি উপজেলা
৪শতাধিক পরিবারের ১২ শতাধিক জনসাধারনের হাতে নতুন বস্ত্র সামগ্রী তুলে দেন।
এ
সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ জানে আলম সুফিয়ান, পিপিএম, পরিচালক ০৫ আনসার
ব্যাটালিয়ন, সুহিলপুর, ব্রাহ্মণবাড়িয়া, জেলা কমান্ড্যান্ট, মোঃ
রাশেদুজ্জামান কুমিল্লা জেলা, জেলা কমান্ড্যান্ট মো:সুজন মিয়া, নোয়াখালীন
জেলা, সহকারি পরিচালক, মোঃ সোহেল রানা সরকার, কুমিল্লা রেঞ্জ, সার্কেল
এ্যাডজুট্যান্ট, মোঃ মনিরুল ইসলাম, কুমিল্লা জেলা, সার্কেল এ্যাডজুট্যান্ট,
মোঃ তাজির আজাদ কুমিল্লা রেঞ্জ এবং স্বস্ব উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তা
ও কর্মচারিবৃন্দ।