নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় র্যাব বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে জেলার বিভিন্ন
এলাকা থেকে ৩২৫ কেজি গাঁজা সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮অক্টোবর ভোর
রাত ও ৯ অক্টোবর পৃথক অভিযানে এই বিপুল পরিমান গাঁজা আটক করা হয়।
আইনশৃঙ্খলবাহিনীর পাঠানো অনলাইন প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত হওয়া
গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৮অক্টোবর ভোর রাতে বুড়িচং উপজেলার
রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রাম দক্ষিণপাড়া এলাকার হান্নান মিয়ার দিঘির
পশ্চিমপাড় থেকে ১৪০ কেজি বা সাড়ে তিন মন গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে
গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ি ফিরোজ মিয়া ওই এলাকার মৃত
হুমায়ুন কবিরের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ৯ অক্টোবর দুপুরে
বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধীনে বড়জ¦ালা বিওপির কুমিল্লা আদর্শ সদর
উপজেলার পাহাড়পুর জঙ্গল হতে ৮৩ কেজি বা দুই মন ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
এসময় কাউকে গ্রেপ্তার করা যায় নি।
এছাড়া র্যাব সূত্রে জানা গেছে,
র্যাবের অভিযানে একই দিন কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১০২
কেজি গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার করা হয়। মাদক পরিবহনের কাজে প্রাইভেট কার ও
মাইক্রোবস উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলো- দেলোয়ার হোসেন, সুমন,
মোঃ আবদুল হালিম, মোঃ জাহিদ হাসান রতন এবং আবদুর রব হাওলাদার। র্যাবের
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামিরা
কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায়
পাইকারী ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলো।