এবছর
কুমিল্লা মহানগরীসহ ১৭ উপজেলার ৭৪৮টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয়
দুর্গোৎসব। ভৌগলিক অবস্থান থেকে কুমিল্লা জেলা ভারত সীমান্ত ঘেঁষা। আর এ
জেলার ৫ উপজেলা উপজেলাই ভারত সীমান্তে। আর ওই সীমান্তের মধ্যে অনুষ্ঠিত
হচ্ছে ৪৮টি পূজা।
অবাধ ও সুষ্ঠু পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে
বড় ধর্মীয় উৎসব উদযাপনে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
পুলিশ, আনসার, র্যাবের পাশাপাশি সীমান্তের পূজা মন্ডপগুলোতে বাড়তি
নিরাপত্তা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত থেকে ৮
কিলোমিটার এলাকার মধ্যে কুমিল্লা ৪৮টি পূজা মন্ডপে ২০ প্লাটুন বিজিবি
মোতায়েন করা হয়েছে। ওইসব পূজা মন্ডপগুলোতে ২৪ ঘন্টাই দায়িত্ব পালন করেছে
বিজিবি। ভারতীয় সীমান্তের হবিগঞ্জের মাধবপুর থেকে কুমিল্লা চৌদ্দগ্রাম
পর্যন্ত সীমান্তের ১২২টি পূজা মন্ডপে ৮২ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন
করছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর কমান্ডার কর্ণেল মো.
রেজাউল কবির জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়
দুর্গা। ওই পূজার উৎসব যেন নির্ভয়ে উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে আমরা
তাদের পাশে আছি। আমাদের বাহিনী গত ৫ অক্টোবর প্রতিদিন ২৪ ঘন্টা
নিরবিচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করছেন। পূজার সার্বিক পরিস্থিতি সমুন্নত
রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।