নবীনগর
উপজেলার লাউরফতেহপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান
পরিচালনা করে মোঃ আলী আকবর (৫৫) ও মোঃ মতি মিয়া (৪৫) নামে দুইজন
সন্ত্রাসীকে ৪টি রামদা, ২টি বড় চাকু, ১টি চাপাতি ও ২টি হেসকু ব্লেডসহ
গ্রেফতার করা হয়। সন্ত্রাসীরা নবীনগর থানার এজাহারভুক্ত আসামি। পরবর্তীতে
গ্রেফতারকৃত ব্যক্তি ও অস্ত্রসমূহ নবীনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা
হয়।
অন্যদিকে, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা গ্রামে সেনাবাহিনীর
নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে মোঃ সালাহউদ্দিন আইয়ুব (৩২),
পিতাঃ মোঃ নুরুল আমিন নামে একজন মাদক ব্যবসায়ীকে ৫ কেজি গাঁজাসহ নিজ বাড়ি
হতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি ও মাদকদ্রব্য
চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে, গত ০৪
সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪ ও ৫ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা
জেলায় নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী
সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। অবৈধ অস্ত্র
উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ
অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী সূত্র জানায়।