মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
২৭ ফাল্গুন ১৪৩১
মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত
মোঃ হুমায়ুন কবির মানিকঃ
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৯:০২ পিএম |

মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিতকুমিল্লার মনোহরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন ইসলামী আন্দোলনের উদ্যোগে স্থানীয় মুন্সিরহাট ঈদগাহ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মুহা. নেছার উদ্দিন সুমন, সেক্রেটারী আহমাদ উল্লাহ খালিদ, মনোহরগঞ্জ দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আহমদ উল্লাহ, সেক্রেটারী মাওলানা ডাঃ আবু ছালেহ, দক্ষিণ জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান হাসিব। মুফতি লোকমান হোসাইনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নোয়াখালী উত্তর জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মুফতি মুহা. আছেম, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মুফতি ওমায়ের আল-হোসাইনী, ইসলামী আন্দোলন নেতা মুফতি আবদুল আউয়াল, মুফতি আবদুল রহিম, ছিদ্দিক আহমদ আল-হোসাইনী, উপজেলা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সেক্রেটরী মাওলানা ইলিয়াছ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, সদস্য মাহমুদুল হাসান, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন, উপজেলা দক্ষিণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহা. হারুনুর রশীদ প্রমুখ। উপজেলা দক্ষিণ ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ মমিন উল্যাহ ও সহ-সেক্রেটারী হাফেজ মাসুদ আলমের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি হাফেজ শরাফত করীম, দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মোঃ মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। উক্ত সমাবেশে প্রায় অর্ধশত ছাত্র-জনতা ইসলামী আন্দোলন ও সহযোগি সংগঠনে যোগদান করেন।মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত  
সমাবেশে বক্তারা বলেন, ‘ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। জাতি এক নতুন বাংলাদেশ পেয়েছে। এই দেশে আর কোনো অরাজকতা জাতি চায় না। আমরা পরিবর্তন চাই। এই পরিবর্তনের স্বার্থে চরমোনাই পীর সাহেবের ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানাই।’
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ইসলামী আন্দোলনের সদস্য সেলিম মাহমুদ বলেন, সব দল দেখা শেষ, ইসলামকে ক্ষমতায় দেখা বাকী, এবার ইসলামকে ক্ষমতায় নেয়ার সময় এসেছে। তাই আগামীদিনে কল্যাণের বাংলাদেশকে গড়ে তুলতে ইসলামীকে ক্ষমতায় নেয়ার জন্য সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি ম্যাচ গোলাপি বলে
সৌদি আরবে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিলেন ইতালি প্রবাসী ফাহামেদুল
ফের ইনজুরিতে নেইমার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যৌথবাহিনীর অভিযান লালমাইয়ে পাঁচ ডাকাত গ্রেপ্তার
কুমিল্লায় সর্প দংশনে এক যুবক নিহত
এক মাসে ১০ খুন কুমিল্লায়
‘বিয়ের জন্য চাপ দেয়ায় খুন!’ গ্রেপ্তার ২
এবার কুকুরের ভয় দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ; বৃদ্ধ গ্রেফতার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২