বশিরুল
ইসলাম: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় আপন রবি দাস (৪০) নামে এক মাটিকাটার
শ্রমিক নিহত হয়েছে। নিহত রবি চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার
জামিলপ্রু গ্রামের মধু রবি দাস ও গীতা রানী দাসের পুত্র। সে কুমিল্লা শহরে
মাটিকাটা, রাস্ত্রীমিস্ত্রিসহ যখন যে কাজ পাওয়া যেত সে কাজ করে ভাড়াবাসায়
বসবাস করে আসছিল। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা রেলস্ট্রেশন
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে পুলিশ ফাঁড়ির
পুলিশের উপ-পরিদর্শক (নি:) মো: মোস্তফা কামাল।
নিহত রবির পাশের বাড়ীর
মৃত মোকবুল হোসেনের পুত্র মো: মজিবুর রহমান জানান, আপন রবি দাস কানে কম
শুনতো। সে কুমিল্লা মহানগরীর শাসনগাছা মাস্টারপাড়া ভাড়া বাসায় বসবাস করতো।
গত ১০দিন আগে চাপাইনবাবগঞ্জ গ্রামের বাড়ী থেকে কুমিল্লা এসেছে। সে দুই
সন্তানের জনক। গতকাল সকালে ট্রেন লাইনের ঐ পাশ থেকে কোদাল আনতে গিয়ে
বিরতিহীন ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রবি আহত হয়ে মারা
যায়। তার কপাল ও গালের কিছু অংশ কেটে গিয়েছে। তাছাড়াও মাথার মগজ বাহির হয়ে
গিয়েছে। বর্তমানে এ্যাম্বুলেন্সে করে আমরা নিহতের মৃতদেহ গ্রামের বাড়ী
চাপাইনবাবগঞ্জে নিয়ে যাচ্ছি।
লাকসাম রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশের
উপ-পরিদর্শক (এসআই) মো: মোস্তফা কামাল জানিয়েছেন ট্রেন দুর্ঘটনায় আপন রবি
দাস নিহতের ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের
মৃত দেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।