জাতীয় বীর শহীদ আসিফ হাসানের নামে সাতক্ষীরার দেবহাটায় মিনি স্টেডিয়ামের নামকরণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি বলেন, সরকারি অর্থে কোনো স্থাপনা কোনো রাজনৈতিক নেতার নামে আর হবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত সাতক্ষীরার দেবহাটার সন্তান শহীদ আসিফ হাসান দেশের সম্পদ ও জাতীয় বীর। শেখ রাসেলের নাম পরিবর্তন করে দেবহাটার মিনি স্টেডিয়াম শহীদ আসিফ হাসানের নামে নামকরণ করা হবে।’
শুক্রবার রাতে সাতক্ষীরায় যুব উন্নয়ন অধিদপ্তর ও ক্রীড়াসংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
ক্রিড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। অটুট রাখতে অন্তর্বতী সরকার কাজ করছে। অথচ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করতে ষড়যন্ত্র করছে। তাই দেশবাসীর প্রতি সজাগ থাকার আহ্বান জানান।