কুমিল্লায়
ইয়াবাসহ কোহিনুর বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে র্যাব-১১। আটক হওয়া ঐ
নারী গোমতী নদী চর এলাকার নজরুল ইসলামের স্ত্রী। গতকাল মঙ্গলবার ১৫
সেপ্টেম্বর সকালে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার কোতয়ালী থানার মাঝিগাছা
এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে এক হাজার ২শ ৫০পিস ইয়াবা
জব্দ করা হয়।
জানা যায়, র্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার
কোতয়ালী থানার মাঝিগাছা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কোহিনুর নামে এ
নারীকে তল্লাশী করে তার নিকট থেকে এক হাজার দুইশ পঞ্চাশ পিস ইয়াবা জব্দ
করা হয়। প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে আটক কোহিনুর বেগম দীর্ঘদিন
থেকে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ইয়াবা সংগ্রহ করে জেলার
বিভিন্ন উপজেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের পাইকারী ও খুচরা মূল্যে
সরবরাহ করে আসছে। মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান
পরিচালনা করেছে র্যাব। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর
অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মহিলা আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা
গ্রহণ প্রক্রিয়াধীন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১ ও ক্রাইম প্রিভেনশন
কোম্পানী-২ এর উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান জানান,
র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের
গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস
নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী,
ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব
নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।