কুমিল্লা
সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ইজিবাইকে করে জেলার বিভিন্ন
উপজেলায় পাচার করা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১এর সদস্যরা।
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কুমিল্লা কোতয়ালী থানার পশ্চিম মাঝিগাছা
এলাকা থেকে ইজিবাইকসহ তাদেরকে আটক করে। আটককৃতরা হলো মো: মেহেদী হাসান (২২)
ও মো: পারভেজ (২৪)। এ সময় তাদের নিকট থেকে ১৮ কেজি গাঁজা ও ৭৩ বোতল
ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জানা যায়, কুমিল্লা র্যাব-১১ এর সদস্যরা
গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতয়ালী থানার মাঝিগাছা এলাকায় অভিযান
পরিচালনা করে। অভিযানের সময় একটি ইজিবাইককে তল্লাশী চালিয়ে ১৮কেজি গাঁজা
এবং ৭৩বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ইজিবাইকে থাকা মো: মেহেদী হাসান ও
মো: পারভেজকে আটক করা হয়। মো: মেহেদী হাসান কুমিল্লা জেলার কোতয়ালী থানার
সাতরা গ্রামের মো: আলমগীরের পুত্র এবং মো: পারভেজ একই গ্রামের মো: শাহীনের
পুত্র। পরে ইজিবাইকটি ও জব্দ করে র্যাব। প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে
পারে গ্রেফতার হওয়া আসামী মো: মেহেদী হাসান ও মো: পারভেজ কুমিল্লা জেলার
সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন উপজেলায় মাদকসেবী ও
মাদকপাচারকারীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছে। দীর্ঘদিন ধরে জব্দ হওয়া
এই ইজিবাইক ব্যবহার করে জেলার বিভিন্ন উপজেলায় মাদক সরবরাহ করে আসছে।
গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছে র্যাব।
র্যাব-১১
এর উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান স্বাক্ষরিত পত্রে
মাধ্যমে আরো জানা যায়, র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের
উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে
কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য
র্যাব ফোর্সেস নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, অস্ত্রধারী
সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে
র্যাব-১১, সিপিসি-২ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।