স্টাফ
রিপোর্টার।। ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বুড়িচং উপজেলার পারুয়ারা
আবদুল মতিন খসরু কলেজ ১৯৪টি জিপিএ-৫ সহ শতভাগ পাসের ধারাবাহিকতা বজায়
রেখেছে। এ ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডের ২য় স্থানে অবস্থান করছে কলেজটি।
এবছর তিন বিভাগের ৩৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। কলেজের বিজ্ঞান
বিভাগ থেকে ১৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শতভাগ পাস সহ এ গ্রুপে
১২৫টি জিপিএ-৫ পেয়েছে। মানবিকে ১৩০ জনে জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন এবং ব্যবসায়ে
১২৫ জনে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। ৩৮৫ জন পরীক্ষার্থীর ১৯৪টি জিপিএ-৫ সহ শতভাগ
পাস করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানিয়েছেন কলেজের
সভাপতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
এছাড়া কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুর রহমান রব চেয়ারম্যান কলেজের এ
সাফল্যে সবাইকে অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। কলেজের অধ্যক্ষ মো. আবু
ইউছুফ ভূঞা বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কলেজের এ
ধারাবাহিক সাফল্য সম্ভব হয়েছে। কৃতি শিক্ষার্থীদের প্রতি রইলো অনেক অনেক
অভিনন্দন ও শুভেচ্ছা। কলেজে শিক্ষার মানোন্নয়নে আমাদের শিক্ষকরা অক্লান্ত
পরিশ্রম করে যাচ্ছে। বর্তমান এডহক কমটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ
সোলায়মান, বিদ্যোৎসাহী সদস্য অধ্যক্ষ মো. আবদুল হান্নান ও প্রতিষ্ঠাতা
আলহাজ্ব মো আবদুর রহমান রব চেয়ারম্যান সহ এলাকাবাসীর সহযোগিতায় ভবিষ্যতেও
সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে।