শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪
২ কার্তিক ১৪৩১
কারাগারে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ১:১৪ এএম |

কারাগারে আওয়ামী লীগ নেতা চন্দন কুমারশেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পালকে জামালপুর কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চন্দন কুমার পালের সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুঁইয়া চন্দন কুমার পালের জামিনের আবেদন নামঞ্জুর করে জামালপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, আদালত রিমান্ডের বিষয়ে অধিকতর শুনানীর জন্য আগামী ২২ অক্টোবর তারিখ দিয়েছেন।

আদালতে চন্দন কুমার পালের পক্ষে জামিন ও রিমান্ডের বিষয়ে শুনানিকালে একঝাক আইনজীবী নেতারা অংশ নেন। তাকে আদালতে নিয়ে আসাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা জোরদার করে পুলিশ।

আদালত সূত্র জানায়, চন্দন কুমার পালের বিরুদ্ধে গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবুজ মিয়া, সৌরভ ও মাহবুব নামে তিন ছাত্রকে হত্যার অভিযোগে পৃথক মামলা রয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে গ্রেফতার হন তিনি। পরে শেরপুর সদর থানা পুলিশ শেরপুরে নিয়ে এসে ওই তিন মামলায় গ্রেফতার ও রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করে।

চন্দন কুমার পালের সহোদর অ্যাডভোকেট শক্তিপদ পাল বলেন, অ্যাডভোকেট চন্দন কুমার পাল একজন সিনিয়র আইনজীবী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তি। এছাড়া জেলা আইনজীবী সমিতির দু’দফায় সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর ছিলেন। তার বিরুদ্ধে আনীত কোনো ঘটনা বা মামলার সঙ্গে তিনি জড়িত নন। কেবল রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই তাকে ওইসব মামলায় জড়ানো হয়েছে।












সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সরবরাহ বন্ধে বিপর্যস্ত জনজীবন
ডেভেলপমেন্ট ফর সোসাইটি’র উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ
এইচএসসিতে শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের শতভাগ সাফল্য
শমসের মবিন চৌধুরী আটক
৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন, কুমিল্লা জুড়ে গ্রাহকদের ভোগান্তি
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কর্মবিরতি পালন
আমাকে নিয়ে খেলবেন না, ভিডিও বার্তায় সাকিব
কারাগারে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২