প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ১:১৪ এএম |
শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পালকে জামালপুর কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চন্দন কুমার পালের সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুঁইয়া চন্দন কুমার পালের জামিনের আবেদন নামঞ্জুর করে জামালপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, আদালত রিমান্ডের বিষয়ে অধিকতর শুনানীর জন্য আগামী ২২ অক্টোবর তারিখ দিয়েছেন।
আদালতে চন্দন কুমার পালের পক্ষে জামিন ও রিমান্ডের বিষয়ে শুনানিকালে একঝাক আইনজীবী নেতারা অংশ নেন। তাকে আদালতে নিয়ে আসাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা জোরদার করে পুলিশ।
আদালত সূত্র জানায়, চন্দন কুমার পালের বিরুদ্ধে গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবুজ মিয়া, সৌরভ ও মাহবুব নামে তিন ছাত্রকে হত্যার অভিযোগে পৃথক মামলা রয়েছে।
উল্লেখ্য, বুধবার বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে গ্রেফতার হন তিনি। পরে শেরপুর সদর থানা পুলিশ শেরপুরে নিয়ে এসে ওই তিন মামলায় গ্রেফতার ও রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করে।
চন্দন কুমার পালের সহোদর অ্যাডভোকেট শক্তিপদ পাল বলেন, অ্যাডভোকেট চন্দন কুমার পাল একজন সিনিয়র আইনজীবী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তি। এছাড়া জেলা আইনজীবী সমিতির দু’দফায় সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর ছিলেন। তার বিরুদ্ধে আনীত কোনো ঘটনা বা মামলার সঙ্গে তিনি জড়িত নন। কেবল রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই তাকে ওইসব মামলায় জড়ানো হয়েছে।