বাংলাদেশ
ল'ইয়ার্স কাউন্সিল কুমিল্লা ইউনিট এর আয়োজন সীরাতুন্নবী (স:)মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকাল ৩টার দিকে আইনজীবী সমিতি ভবনে এই মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল কুমিল্লা ইউনিট সভাপতি এডভোকেট
সালেহ উদ্দিন খন্দকার এর সভাপতিত্বে এড মজিবুর রহমান এর পরিচালনায় প্রধান
অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল কুমিল্লা ইউনিট
প্রধান উপদেষ্টা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও
কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান।
বিশেষ
অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জাতীয়তাবদী আইনজীবী ফোরামের সভাপতি এড.কাইমুল
হক রিংক্কু।জামায়াতে ইসলামীর পেশাজীবি থানা সভাপতি এড এয়াকুব আলী চৌধুরী।
কুমিল্লা
ইউনিটের সেক্রেটারী এড শহিদউল্ল্যাহ,এড,সিরাজুল ইসলাম,এড নজীর আহম্মেদ
হুসাইনী,এড এরশাদুর রহমান,এড,বদিউল আলম সুজন,এড ইয়াছিন তালুকদার,এড,মনির
হোসেন পাটোয়ারী প্রমুখ।