শুক্রবার ৩ জানুয়ারি ২০২৫
২০ পৌষ ১৪৩১
হাতিয়ামুড়ী আদর্শ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে
মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক মেরামত
মোঃ হুমায়ুন করিব মানিক
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৭:০৬ এএম |

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক মেরামতকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হাতিয়ামুড়ী দক্ষিণপাড়া-মেল্লা হাইস্কুল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক মেরামত করেছে হাতিয়ামুড়ী আদর্শ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে সেচ্ছাসেবীরা। শুক্রবার এ সড়ক মেরামত উদ্বোধন করা হয়। সড়কটি মেরামতের ফলে জনসাধারণ ও যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, মনোহরগঞ্জ উপজেলা ভয়াবহ বন্যায় শত-শত সড়কের সাথে এ সড়কটিও  পানির নিচে তলিয়ে যায়। 
মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক মেরামতপরবর্তীতে  পানি কমতে থাকলে সড়কটির বিভিন্ন স্থানে বড়-বড় গর্তের সৃষ্টি হয়ে সব ধরনের যান ও জনসাধারণের চলাচল এবং স্থানীয় স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের যাতায়াত বিঘ্নিত হয়। এ অবস্থা থেকে উত্তোরনে হাতিয়ামুড়ী আদর্শ সেবা ফাউন্ডেশন পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সড়কের গর্তে ইট ও বালু ফেলে যান ও জনসাধারণ চলাচলের উপযোগী করে তোলেন। মেরামত কাজ উদ্বোধন ও সার্বিক তত্ত্বাবধান করেন ইঞ্জিনিয়ার মো: শরিফ উদ্দিন, মো: ফয়সাল হোসেন, মো: আনিছুর রহমান, মো: শাহাদাত হোসাইন, খায়রুল আনম রোমান, রুবেল হোসেন, কামাল হোসেন প্রমুখ। 
মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক মেরামতএ বিষয়ে আল-মানার হাসপাতাল লিঃ এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ও ফাউন্ডেশনের সদস্য মোঃ এমরান হোসেন বলেন, সাম্প্রতি উপজেলায় ভয়াবহ বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্থ হয়। এতে এই সড়কের দু’পাশের মানুষের চলাচলে দুর্ভোগ লাগবে আমাদের সংগঠন সড়কটি মেরামতের প্রাথমিক উদ্যোগ গ্রহণ করে। 
সড়কটি প্রাথমিক মেরামতের ফলে মানুষ কিছুটা হলেও স্বস্তিতে চলাফেরা করতে পারছি। আশা করছি কতৃপক্ষ দ্রুত সড়কটি সংস্কার করবে। 












সর্বশেষ সংবাদ
অধ্যাপিকা শরমিন কাদেরের মৃত্যুবার্ষিকী আজ
মনোহরগঞ্জে বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১০
তরুণ প্রজন্ম আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে
লাকসামে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারী দম্পতি আটক
দুই শিক্ষকের রাজসিক বিদায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় তারুণ্যের উৎসবে মানুষের ঢল
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
‘জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত’ বিএনপি নেতার বক্তব্য ভাইরাল
কুমিল্লায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২