মারিও
বালোতেল্লি মানেই আলোচনার খোরাক। তিনি যেটা করতেন সেটাই আলোচনার জন্ম
দিতো। সমালোচনা কুড়িয়েছেন প্রচুর। যে কারণে তার নামের সঙ্গে সেঁটে গিয়েছিল
ফুটবলের ‘ব্যাড বয়’ তকমা। দীর্ঘদিন পর আবারও আলোচনায় বালোতেল্লি। চার বছর
পর ইতালিয়ান সিরি আ-তে ফিরেছেন এই স্ট্রাইকার।
বালোতেল্লির ক্যারিয়ারের
বেশিরভাগ সময় ইতালিতে কাটলেও মাঝে চলে গিয়েছিলেন তুরস্কে। আবার ফিরলেন নিজ
ভূমে। কয়েক মাস ক্লাবহীন থাকার পর অবশেষে পেলেন নতুন ঠিকানা। তাকে ‘ফ্রি
এজেন্ট’ হিসেবে দলে ভিড়িয়েছে জেনোয়া। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন
সিরি আ ক্লাবটি।
সবশেষ, তুরস্কের ক্লাব আদানা দেমির্সপোরে ছিলেন
বালোতেল্লি। গত মৌসুমে দলটির হয়ে ১৬ ম্যাচে তিনি করেন ৭ গোল। মে মাসে লাল
কার্ড দেখে মাঠ ছাড়ার পর থেকেই ক্লাবহীন ছিলেন ইতালিয়ান ফুটবলার।
বালোতেল্লির
ক্লাব ক্যারিয়ার বেশ উজ্জ্বল। তার প্রতিভা নিয়ে কোনোকালেই সন্দেহ ছিল না।
২০০৭ সালে ইন্টার মিলানের হয়ে জেতেন সিরি আ। তাদের হয়ে লিগ শিরোপা জেতেন
তিনটি, ২০০৯-১০ মৌসুমে হোসে মরিনহোর ট্রেবল জয়ী দলের অংশও ছিলেন।
ক্লাব
ক্যারিয়ারে খেলেছেন ম্যানচেস্টার সিটি, এসি মিলান, লিভারপুল, নিস, অলিম্পিক
মার্সেই ও ব্রেসসিয়ার মতো ক্লাবে। জাতীয় দল ইতালির হয়ে তিনি ৩৬ ম্যাচে
গোল করেছেন ১৪টি। ২০১৪ বিশ্বকাপে স্কোয়াডের অংশ ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে
খেলেছেন সবশেষ ২০১৮ সালে।