বুধবার ৩০ অক্টোবর ২০২৪
১৪ কার্তিক ১৪৩১
কুমিল্লা সদর দক্ষিণে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মো. মিজানুর রহমান
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১২:১৪ এএম |



বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) আগস্ট ২০২৪ এর বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা সহায়তা প্রকল্পের সংক্ষিপ্ত প্রতিবেদন, প্রকল্প পরিচিতি সভা ও এমআইএসপি ওরিয়েন্টেশন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) এর উদ্যোগে গত আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা সহায়তা প্রকল্পের আওতায় প্রকল্প পরিচিতি সভা মিনিমাম ইনিশিয়াল সার্ভিস প্যাকেজ (এমআইএসপি) ওরিয়েন্টশন সেশন গতকাল ২৯ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো. তৈয়ব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীমা শারমিন ও উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা।
অনুষ্ঠানের শুরুতে বন্ধুর এডভোকেসি কো-অর্ডিনেটর মো. আল-আল আমিন হোসেন সংস্থার পরিচিতি, প্রকল্পের লক্ষ্য এবং এমআইএসপি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, প্রকল্পটি বন্যায় ক্ষতিগ্রস্ত কমিউনিটির জরুরী যৌন ও প্রজনন স্বাস্থ্য চাহিদা পুরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সংকটময় মূহুত্বে বন্ধুর প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাবে। উক্ত প্রকল্পের কারিগরি সহযোগীতায় রয়েছেন আইপিপিএফ ও উন্নয়ন সহযোগী অস্ট্রেলিয়ান এইড।
অতিথিবৃন্দ তাদের বক্তব্য প্রকল্পটির প্রতি তাদের সমর্থনের অঙ্গিকার ব্যক্ত করেন ও বন্যায় ক্ষতিগ্রস্ত কমিউনিটির যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার উপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) এর এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের প্রশংসা করেন। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম প্রকল্প অফিস পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেন এবং ধারাবাহিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি সরকারি উদ্যোগে দেয়া বিনামূল্যে সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিনের প্রচারণা বাড়ানোর আহবান জানান। যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়ক মো. নজরুল ইসলাম।












সর্বশেষ সংবাদ
এড. বদিউল আলম সুজন নারী শিশু ট্রাইব্যুনাল-এর পিপি হওয়ায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের শুভেচ্ছা
মনোহরগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি.পি. নিযুক্ত হলেন অ্যাড. সুজন
কুমিল্লায় শচীন মেলা শুরু আজ
টুটুল পালালেন অস্ট্রেলিয়ায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সদরের সাবেক চেয়ারম্যান টুটুল অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন
কুমিল্লা জেলা পিপি এড. কাইমুল হক রিংকু
সিনিয়র সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য নিয়োগ পেলেন ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
কুমিল্লায় ১৮ দিনে ২৭ অভিযানে ৬৭ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় শচীন মেলা শুরু আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২