বাংলাদেশ
জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী মহানগরী আয়োজিত বুধবার ৩০অক্টোবর জেলা
শিল্পকলা একাডেমিতে বিকাল ৩টায় সিরাত মাহফিল অনুষ্ঠিত হবে।মাহফিল
বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতী সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে প্রস্তুতী সভায়
উপস্থিত
ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন,সেক্রেটারী
অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,সহকারী সেক্রেটারী যথাক্রমে
কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, অধ্যাপক জাকির
হোসেন,আদর্শ সদর উত্তর সাংগঠনিক থানা আমীর মজিবুর রহমান,পেশাজীবি থানা
সভাপতি এড এয়াকুব আলী চৌধুরী,সদর দক্ষিণ সাংগঠনিক থানা আমীর মোহাম্মদ
হোসাইন, আদর্শ সদর পশ্চিম সাংগঠনিক থানা আমীর দেলোয়ার হোসেন সবুজ,আদর্শ সদর
পূর্ব সাংগঠনিক থানা সভাপতি অধ্যাপক মফিজুর রহমান জামায়াতে ইসলামী
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শাহাদাত হোসাইন।
সভায় নেতৃবৃন্দ সিরাত মাহফিল সফল করার জন্য নগরবাসীকে আহ্বান জানান।
উল্লেখ্য
; সিরাত মাহফিল প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর
নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের,বিশেষ
অতিথির বক্তব্য রাখবেন,সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম
মাসুম,দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজান এডভোকেট, উত্তর জেলা আমীর আবদুল
মতিন
প্রধান বক্তার বক্তব্য রাখবেন,মাওলানা মাওলানা ফখরুদ্দিন আহমদ, মাহফিলে সভাপতিত্ব করবেন মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।