নিজস্ব রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের সময় শিক্ষার্থী ও জনতার উপর সশস্ত্র হামলায় অস্ত্র হাতে
প্রকাশ্যে নেতৃত্ব দেওয়া কুমিল্লা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল
ইসলাম টুটুল আত্মগোপনে ভারতে থাকলেও সেখান থেকে পালিয়ে অস্ট্রেলিয়ার
সিডনিতে চলে গেছেন। ২৭ অক্টোবর তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছান বলে দলীয়
সূত্রে জানা গেছে। কুমিল্লার কোতয়ালী মডেল থানা ও সদর দক্ষিণ থানায় আমিনুল
ইসলাম টুটুলের বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১৪ টি মামলা রয়েছে। ৫ আগস্ট
বিক্ষুব্ধ জনতা টুটুলের ধর্মপুরের বাড়ি ভাংচুর করে অগ্নিসংযোগ করে।
জানা
গেছে, কুমিল্লার দানব সাবেক এমপি বাহারের দাপটের অংশীদার আমিনুল ইসলাম
টুটুল সর্বশেষ ২০১৯ এর জুনে এবং গত এপ্রিলে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত
হয়েছিলেন। এমপি বাহারের ভয়ে রাজনৈতিক দলগুলোও তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা
করতে সাহস পায়নি। করোনা ভাইরাসের প্রকোপের সময় সাধারণ মানুুষের জন্য
বরাদ্দ খাদ্য সামগ্রী খোলা বাজারে বিক্রি করে দেওয়াসহ নানা অপকর্মের অভিযোগ
রয়েছে আমিনুল ইসলাম টুটুল ও তার ভাইয়ের বিরুদ্ধে।
গত ৬ এপ্রিল
কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সাবেক এমপি বাহার উপজেলা আওয়ামীলীগের
বর্ধিতসভায় ভোটের নাটক সাজিয়ে অর্থের বিনিময়ে টুটুলকে পুনরায় মনোনয়ন দেন।
চাউর হয় নির্বাচন হলে যে টাকা খরচ হতো সে টাকা দেওয়া হয় বাহারের হাতে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী ও জনতার উপর সশস্ত্র হামলায়
অস্ত্র হাতে প্রকাশ্যে নেতৃত্ব দেন কুমিল্লা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান
আমিনুল ইসলাম টুটুল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঝাগুরঝুলিসহ বিভিন্ন এলাকায়
কালো মাস্ক পড়ে প্রকাশ্যে রিভলবার হাতে অস্ত্র চালাতে দেখা গেছে। তার
অস্ত্রবাজির ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন হলে আমিনুল ইসলাম টুটুল প্রথমে দেশে
আত্মগোপন করে থাকেন এবং পরে ভারতের সোনামূড়ায় চলে যান। টুটুলের পাসপোর্টে
অস্ট্রেলিয়ার ভিসা থাকলেও ভারতে প্রবেশের সিল ছিল না। ভারতে প্রায় দুই মাস
থাকার পর পাচারকারীদের ম্যানেজ করে আবার বাংলাদেশে প্রবেশ করে সিল নিয়ে
ভারতে চলে যান। গত ২৭ অক্টোবর সকালে বিমানে তিনি অস্ট্রেলিয়া পৌঁছান। তার
পাসপোর্টও বাতিল হয় নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী ও
জনতার উপর সশস্ত্র হামলায় অস্ত্র হাতে প্রকাশ্যে নেতৃত্ব দেওয়া কুমিল্লা
সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলের বিরুদ্ধে কুমিল্লার
কোতয়ালী মডেল থানা ও সদর দক্ষিণ উপজেলায় ১৫ টি মামলার মধ্যে অন্তত ১৪ টি
মামলায় তার নাম উপরের সারিতে রয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা মামলাও।
উল্লেখ্য,
কুমিল্লার দানব সাবেক এমপি বাহারের আরেক সহযোগী সোনালী ব্যাংক সিবিএর
মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হওয়া হাসান খসরুও অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন।
তিনি তালতলা চৌমুহনীতে বিএনপির নেতাকর্মীদের উপর হামলায় নেতৃত্বে ছিলেন বলে
অভিযোগ রয়েছে।