কুমিল্লার
ব্রাহ্মণপাড়া গতকাল বুধবার (৩০)অক্টোবর বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে সীরাতুন্নবী (সা.)মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাহেবাবাদ ডিগ্রী কলেজে সাবেক অধ্যাপক
আব্দুল মতিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং ব্রাহ্মণপাড়া
উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এডভোকেট ড. মোবারক হোসাইন, প্রধান আলোচক হিসেবে
উপস্থিত ছিলেন ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মুফতি
ড. আবুল কালাম আজাদ বাশার, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগাইশ দরবার
শরীফের পীর মাওলানা মোস্তাক ফয়েজী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর
রহমান আতিকী, সুলতানপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবির আহমেদ।
উক্ত
মাহফিল নিয়ে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার
মাওলানা রেজাউল করিম। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সাইমন
শিল্পীগোষ্ঠীর বিশেষ সুরকার ওবায়দুল্লাহ তারেক। উক্ত মাহফিলে হাজার হাজার
মানুষ উপস্থিত ছিলেন।