নিজস্ব
প্রতিবেদক: উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী ও সুরকার শচীন দেব বর্মনের
৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায়য শুরু হয়েছে দুইদিন ব্যাপী ‘শচীন
মেলা’। মেলাকে ঘিরে আয়োজন করা হয়েছে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার
বিকেলে কুমিল্লা নগরীর দক্ষিণচর্থায় শচীন দেব বর্মনের বাড়িতে এই মেলার
উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়ছার।
প্রতিবছর
৩০ ও ৩১ অক্টোবর এই সুর সম্রাটের স্মরণে তার পৈতিক বাড়িতে অনুষ্ঠিত হয়
দুদিন ব্যাপী 'শচীন মেলা'। মেলায় স্থান পেয়েছে বেশ কয়েকটি স্টল যেখানে
উদ্যোক্তারা নিয়ে এসেছেন কুমিল্লার ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ নানান সামগ্রী।
এদিকে,
আলোচনাসভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শচীন মেলার
উদ্বোধন উপলক্ষ্য বুধবার সকালে চিত্রপ্রদর্শনীি ও বিকালে চিত্রাঙ্কন
প্রতিযোগিতার আয়োজন করা হয়।
৩১ শে অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে এই ‘শচীন মেলা’।