নিজস্ব
প্রতিবেদক।। ইসলামী সমাজ বিনির্মাণে ইমাম ওলামাদের ভূমিকা: দায়িত্ব,
কর্তব্য ও অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২নভেম্বর'২৪)
কুমিল্লা হোটেল রেড রুফ ইন মিলনায়তনে তিনঘণ্টা ব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত
হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইমাম ওলামা ঐক্য পরিষদের
কেন্দ্রীয় সভাপতি মুফতী সাহিদুর রহমান পীর সাহেব, বিশেষ অতিথির বক্তব্য
রাখেন বাংলাদেশ ইমাম ওলামা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ক্বারী
মাওলানা শাহজাহান সাঈদী, পরিষদের সহ-সভাপতি ও অর্থ সম্পাদক মাওলানা আবদুল
হান্নান হাসেমি।
এর সভাপতিত্বে সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
মাওলানা একরাম হোসাইন। এছাড়াও কুমিল্লার বিভিন্ন মসজিদের ইমাম, খতিবসহ
সচেতন আলেমরা উপস্থিত ছিলেন।
সেমিনারের সমাপনী পর্বে হাসানাহ বাংলাদেশ
সভাপতি ডা. আ.ন.ম. জানে আলম বলেন, সমাজ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা
অগ্রগণ্য। ইমাম-খতিব সাহেবরা সমাজের দর্পন। ক্ষেত্র বিশেষ আপনারা অধিকার
বঞ্চিত। তাই সকল, মত -ভেদাভেদ ভুলে আমাদের পরিচয় আমরা মুসলিম। ইসলাম নিয়ে
যুগের পর যুগ চক্রান্ত করেছে খ্রিষ্টানরা। তাই নফল বা মোবাহ বিষয়ে বিতর্কে
যাবো না আমরা। আজকের এ সেমিনার থেকে আমার প্রস্তাব। দেশের সবল জুমার
মসজিদকে জাতীয় করণ করা হোক। একটি নিবন্ধন পরীক্ষার মাধ্যমে সুনির্দিষ্ট
পক্রিয়ার মাধ্যমে ইমাম-মুয়াজ্জিনদের চাকরি সরকারি করা হোক। তিনি মসজিদের
ইমামতির পাশাপাশি স্থানীয় বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হবেন। আলোকিত সমাজ
তৈরিতে আলেমদের অনেক দায়িত্ব।