‘সংখ্যালঘুদের
অস্তিত্ব রক্ষায় আট দফা’ দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে
হিন্দু ধর্মাবলম্বীরা। সংখ্যালঘু গণমোর্চার ব্যানারে শনিবার বিকালে
কুমিল্লা নগরীর পূবালী চত্বর থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক
প্রদক্ষিণ করে। এর আগে পূবালী চত্বরে গণ সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু
ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে কুমিল্লা মহানগরীসহ
বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে হিন্দু
ধর্মাবলম্বী নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা প্রত্যাহার ,
সংখ্যালঘু সুরক্ষা ও বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ
৮ দফা দাবি জানান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখা,
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে
সংখ্যালঘু গণ মোর্চার ব্যানারে এই গণ সমাবেশ ও মিছিল আয়োজন করে। সমাবেশ ও
মিছিলে অংশগ্রহণকারীরা বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি তাদের দাবি
মেনে নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেন।