কুমিল্লা
প্রতিনিধি : ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ড এর পক্ষ থেকে কুমিল্লা জেলার
প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের সহযোগিতামূলক ভাতার চেক বিতরণ করা
হয়েছে। শনিবার দুপুরে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টার কুমিল্লার মিলনায়তনে
২২৯ জন প্রতিবন্ধীর মাঝে জন প্রতি ১২ হাজার টাকার চেক বিতরণ করা হয়। ২০২১
সাল থেকে এ ভাতা প্রদান শুরু হয়। নিবন্ধনকৃত প্রবাসীদের প্রতিবন্ধী
সন্তানরা পাঁচ বছর মেয়াদী এই ভাতা পাবেন।
প্রতিবন্ধী ভাতার চেক তুলে
দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক শোয়াইব আহমাদ খান।
অতিরিক্ত জেলা
প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মাহফুজা মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে
বক্তব্য দেন ওয়েল ফেয়ার সেন্টার কুমিল্লার সহকারি পরিচালক মোঃ আলী হোসেন,
ওয়েল ফেয়ার কল্যান বোর্ডের সহকারি পরিচালক মোঃ মাঈন উদ্দিনসহ অন্যরা।
সুবিধাভোগীরা
দাবি জানান, প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য এই ভাতা আজীবন করার উদ্যোগ
নেয়া যেতে পারে। এতে করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা স্বাভাবিক জীবন যাপনে
কিছুটা হলেও সহযোগিতা পেতে থাকবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, এই
ভাতার কার্যক্রম প্রতিবন্ধীদের জন্য আজীবন করার দাবি মন্ত্রনালয়ে পাঠানো
হবে। এছাড়াও যারা প্রবাসে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন তাদেরও আর্থিক
সহযোগিতা করা হবে।