বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
৭ অগ্রহায়ণ ১৪৩১
চান্দিনায় অধ্যক্ষের নিঃশর্ত মুক্তির দাবিতে মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৫:০৭ পিএম |

চান্দিনায় অধ্যক্ষের নিঃশর্ত মুক্তির দাবিতে মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভকুমিল্লায় চান্দিনা মহিলা কলেজ অধ্যক্ষ মো. মামুন পারভেজ কে নিজ বাসা থেকে গ্রেফতারের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ ৬ কিলো মিটার জুড়ে যানজটের সৃষ্ট হয়।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ থেকে দেড়টা পর্যন্ত মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায় অবস্থান নেন কলেজ শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের নিঃশর্ত মুক্তির দাবি করেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে বিক্ষোভ করে তারা। 

জানা যায়, গতকাল বুধবার (৬ নভেম¦র) দিবাগত রাতে অধ্যক্ষ মো. মামুন পারভেজ স্যারকে তার কুমিল্লার বাসা থেকে গ্রেফতার করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। পরদিন বৃহস্পতিবার সকালে কলেজ এসে শিক্ষার্থীরা এ খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। 

চান্দিনায় অধ্যক্ষের নিঃশর্ত মুক্তির দাবিতে মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভচান্দিনা মহিলা কলেজ এর একাধিক শিক্ষার্থী জানায়, এর আগে কোন প্রকার মামলা ছাড়াই কলেজের আইসিটি বিভাগের সহকারি অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়াকে চান্দিনার বাসা থেকে তুলে নিয়ে মোটা অংকের টাকা আদায় করার পরও মামলা দিয়ে কারাগারে পাঠায়। গতকাল (বুধবার) রাতে একই কৌশলে নিজ বাসা থেকে অধ্যক্ষকে তুলে নেয় জেলা গোয়েন্দা পুলিশ। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যাহারের বিচারসহ অধ্যক্ষের নিঃশ^র্ত মুক্তি চাই। 

চান্দিনায় অধ্যক্ষের নিঃশর্ত মুক্তির দাবিতে মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভকলেজ অধ্যক্ষসহ একই কলেজের দুইজনকে পরপর গ্রেফতারের ঘটনায় চান্দিনা মহিলা কলেজ এর শিক্ষকদের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, কলেজ অধ্যক্ষ মামুন পারভেজ কোন রাজনৈতিক কর্মকন্ডারে সাথেও জড়িত নয়। শিক্ষকদের এভাবে লাঞ্ছিত করে সম্মানহানি করার নাম কি রাজনীতি? এখন কলেজে যাওয়া-আসা নিয়ে আমাদের শঙ্কা দেখা দিয়েছে। স্ত্রী-সন্তান নিয়ে বাসায় ঘুমানোও দায় হয়ে দাঁড়িছে। 

শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন ঘটনাস্থলে পৌঁছে অধ্যক্ষের মুক্তির বিষয়ে আশ^স্ত করলে মহাসড়ক থেকে সরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থান নেয় শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত (বিকাল পৌঁনে ৪টা) শিক্ষার্থীরা উপজেলা পরিষদ প্রঙ্গণে অবস্থান করছে। এদিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে জেলা ও হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার জানান, খবর পেয়ে আমাদের হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক করি। 

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন জানান, খবর পেয়ে আমি শিক্ষার্থীদের আশ^স্ত করে মহাসড়ক থেকে সরিয়ে এনেছি। এখন পর্যন্ত (বিকাল পৌঁনে ৪টা) তারা আমার উপজেলা পরিষদেই আছে। অধ্যক্ষ মামুন পারভেজ যেন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পায় সেই বিষয়টি আমি শিক্ষার্থীদের আশ্বস্ত করি। 















সর্বশেষ সংবাদ
রংপুরে ভূমিকম্প অনুভূত
ড. ইউনূসের ৬ মামলা বাতিল
ব্যারিস্টার সুমন ২ দিনের রিমান্ডে
কমলাপুর থেকে ছাড়ছে না কোনো ট্রেন, যাত্রীদের ভোগান্তি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা টাউন হলের সকল কমিটি বাতিল
কুমিল্লায় চার জনের অবৈধ সম্পদ অনুসন্ধান করছে দুদক
২৪ সেনার দেহাবশেষ সরিয়ে নিচ্ছে জাপান
ইপিজেডের বর্জ্য শোধনাগার কার্যক্রমের বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাখরাবাদ গ্যাসের কর্মচারি ইউনিয়নের সভাপতি বশির আহমেদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২