বরুড়ার
সামাজিক সংগঠন বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থা কর্তৃক উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে আউটডোর রোগীদের জন্য বসার ৪ টি বড় টেবিল হস্তান্তর করা হয়েছে। ৭
নভেম্বর দুপুর বারটায় সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হকের
তত্ত্বাবধানে টেবিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা
নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মং।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ মুহিবুস সালাম খাঁন, মেডিকেল অফিসার নূরে
তাসকিন তুলি, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক
সলিল রঞ্জন বিশ্বাস, মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মুফতি মোহাম্মদ
মমিন উল্ল্যাহ ভুঁইয়া, রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সদস্য মোঃ মনিরুজ্জামাল
মনির, সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন সহ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, এর আগেও বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে বরুড়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসার টেবিল, দুটি টিউবওয়েল সহ বিভিন্ন সামগ্রী
প্রদান করা হয়েছে।
এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ মুহিবুস
সালাম খাঁন বলেন, আমরা কৃতজ্ঞ সামাজিক সংগঠন বরুড়া রেমিট্যান্স যোদ্ধা
সংস্থার নিকট, আজকের এই টেবিল গুলো আউটডোরে আসা রোগীদের জন্য বিরাট উপকার
হবে।
এদিন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মং
বলেন, রেমিট্যান্স যোদ্ধা সংস্থার এই মানবিক কাজ যেন নিয়মিত চলমান থাকে এবং
বরুড়া উপজেলার মানুষ যেন তার সুফল ভোগ করতে পারে এই প্রত্যাশা করেন।