শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
১৩ পৌষ ১৪৩১
কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিলো তিন উপজেলার ৪ হাজার শিক্ষার্থী
মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ১২:৩৯ এএম |


কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। কিশোরকন্ঠ ফাউন্ডেশন কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে শুক্রবার (৮ নভেম্বর) লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার ৭টি কেন্দ্রে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া ১২টা পর্যন্ত দুই পর্বে এ পরীক্ষা সম্পন্ন হয়।
ওইদিন জেলার লাকসাম, মনোহরগঞ্জ এবং নাঙ্গলকোট  উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণির ৩ হাজার ৯শ' ৪৩ জন ছাত্র-ছাত্রী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
ওইদিন জেলার লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা, মুদাফরগঞ্জ আলী নওয়াব হাইস্কুল এন্ড কলেজ, মনোহরগঞ্জ ফাজিল মাদ্রাসা, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ, নাঙ্গলকোট এ.আর. মডেল হাই স্কুল এবং মন্তলী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে একযোগে এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল থেকেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন।
অভিভাবক মাওলানা আখতার হোসাইন আজাদী জানান, দেশ গড়ায় শিক্ষা ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে সুনাগরিক গঠন করার লক্ষ্যে কিশোরকন্ঠ পাঠক ফোরামের যুগোপযোগী এ আয়োজন অত্যন্ত  প্রশংসনীয়। এ কার্যক্রম অবশ্যই আগামীতে দেশের কল্যাণে দক্ষ ও যোগ্য নাগরিক সৃষ্টিতে ভূমিকা রাখবে।
অপর অভিভাবক আবদুল লতিফ সরকার লিটন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এধরণের জ্ঞানচর্চামূলক আয়োজন আরো বেশি পরিমাণে বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী ও প্রতিযোগী হবে। এ ধরনের আয়োজন সবসময় হওয়া উচিত।
মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন, কিশোরকন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ সফিউল্লাহ্, কিশোরকন্ঠ ফাউন্ডেশন কুমিল্লা দক্ষিণ জেলা চেয়ারম্যান মু. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের সাবেক উপদেষ্টা মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, জোবায়ের  ফয়সাল, সাবেক পাঠক কল্যাণ সম্পাদক আমিমুল এহসান প্রমুখ। এ সময় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের লাকসাম শহর শাখা নির্বাহী সম্পাদক জাহিদুল ইসলাম, নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ শাখা পরিচালক ইয়াকুব হাসান রিফাত, পরিচালক লাকসাম উপজেলা পশ্চিম পরিচালক সাইফুল ইসলাম সুমন, নাঙ্গলকোট সদর পরিচালক আবু তৈয়ব তাহমিদ, মনোহরগঞ্জ উপজেলা সদর শাখার পরিচালক মীর হোসেন, উপজেলা পূর্ব শাখার পরিচালক রবিউল হোসেন, পশ্চিম শাখা পরিচালক সাইফ শোভনসহ
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 












সর্বশেষ সংবাদ
এক দফা দাবি আদায়ে কুমিল্লা মেডিকেলে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
কেএফসি এখন রাজশাহী ও কুমিল্লা তে
কুমিল্লা আসছেন সিইসি
৭ দিনের রিমান্ডে আকাশ মণ্ডল
মাস্টারের প্রতি ক্ষোভের জের ধরেই জাহাজে সাত খুন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডাকাতদের টার্গেট প্রবাসীর বাড়ি
কুমিল্লার লাকসামে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ
শত কোটি টাকার মানহানির মামলা
কুমিল্লা আসছেন সিইসি
দীর্ঘ তের বছর পর ২৮ ডিসেম্বর দেশে ফিরছেন কায়কোবাদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২