বাংলাদেশ
ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা জেলা শাখার আয়োজনে গতকাল কুমিল্লা শিল্পকলা
একাডেমীর মিলনায়তনে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে কুইজ
প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা
ছাত্র হিযবুল্লাহর সভাপতি মাওঃ আলা উদ্দিন সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠানের
প্রধান মেহমানের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ডঃ
রুহুল আমিন বলেন, বর্তমান ছাত্র সমাজ বিপথগামী হয়ে যাচ্ছে। এই ছাত্র সমাজ
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতাদর্শে প্রিয় নবি (স.) মুজাসসাম নমুনায়
গঠনের জন্য ছারছীনার দাদা হুজুর আল্লামা নেছার উদ্দিন (রহঃ) বাংলাদেশ ছাত্র
হিযবুল্লাহ প্রতিষ্ঠা করেন।
অনুষ্ঠানের প্রধান আলোচকের বক্তব্যে ছাত্র
হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মুফতি শামছুল আলম মুহেব্বী বলেন ছাত্র
হিযবুল্লাহ একটি আধ্যাত্মিক কাফেলা। সকল ছাত্র সমাজকে এই আধ্যাত্মিক
কাফেলার সৈনিক হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য
রাখেন হাফেজ মাওঃ বুরহান উদ্দিন সালেহী, মাওঃ আব্দুল বাতেন, মাওঃ আবু বকর
ছিদ্দিক, মুফতি বাহাউদ্দিন মোস্তাফি, মুফতি নজরুল ইসলাম সালেহী, মাওঃ
আব্দুল্লাহ আল আনাস, মাওঃ জামাল হোসেন, সূফী জয়নাল আবেদীন। অনুষ্ঠান
উপস্থাপনায় ছিলেন ছাত্র হিযবুল্লাহর কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাওঃ
মোজাম্মেল হক মোহেব্বী, ও উত্তর জেলা সেক্রেটারি মাওঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার ১০০ জন বিজয়ীকে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা
হয়। প্রথম পুরষ্কার ল্যাপটপ জিতে নেন চৌদ্দগ্রাম আল হেরা কামিল মাদরাসার ৫ম
শ্রেণির ছাত্র আল মামুন।