কুমিল্লার
বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কন্ঠনগর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুকমিনা আক্তারের অবসর জনিত কারণে বিদায়
সংবর্ধনা প্রদান উপলক্ষে শনিবার ৯ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিথিলাপুর উচ্চ
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ লিলু মিয়া বিএসসির সভাপতিত্বে এবং
পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য বাহারুল ইসলাম জহির মেম্বার ও ফারুক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার খন্দকার উম্মে সালমা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান।
স্বাগত
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ হাসান। মোঃ জহিরুল ইসলাম
বাহার ও ওমর ফারুকের পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন গোসাইপুর কেজিকে
দাখিল মাদ্রাসার সুপার মোঃ শফিকুর রহমান ভূঁইয়া, মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক হাবিবুর
রহমান ভূইয়া জীবন, প্রধান শিক্ষক মো. মোস্তফা, প্রধান শিক্ষক আলী
আহাম্মাদ। ওই বিদায়ী প্রধান শিক্ষিকার স্বামী ব্যাংকার মোঃ আলী আশরাফ,
ব্যাংকার মোঃ মামুনুর রশীদ, বিদ্যালয়ের সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম,
বিদ্যালয়ের সদস্য যথাক্রমে মোঃ সুলতান আহমদ, বিদ্যালয়ের সদস্য জাহাঙ্গীর
আলম, মো. আবুল কালাম, মহিলা সদস্য রোজিনা আক্তার, দাতা সদস্য শাহ আলম,
খোরশেদ আলম, রোকনুজ্জামান মেম্বার। বিদায়ী সংবর্ধিত প্রধান শিক্ষিকা
মুকমিনা আক্তার তার কর্ম জীবনের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন। অন্যান্য
অতিথিবৃন্দ তাকে একজন ভালো প্রধান শিক্ষক হিসেবে এলাকার জন্য গর্ববোধ
করতেন।