কুমিল্লার
লালমাইয়ে ডাকাতির সময় কুপিয়ে গুরুতর আহত করা সাবেক এক ইউপি মেম্বারের
মৃত্যু হয়েছে।শনিবার (৯ নভেম্বর ) রাত ৩টায় কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আমিনুল ইসলাম মজুমদার
মেম্বার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গ্রামে তার বাড়ি।
জানা
যায়, গত ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার দিনগত রাতে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের
জগতপুর গ্রামের আমিন মেম্বারের প্রবাসী ছেলে শাহজালালের বাড়িতে এ ডাকাতির
ঘটনা ঘটে।
ডাকাতরা এলোপাতাড়ি কুপিয়ে আমিন মেম্বার ও তার প্রবাসী ছেলেকে
গুরুতর আহত করে। পরদিন তাদের দুই জনকে প্রথমে কুমিল্লা মুন হাসপাতালে পরে
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকায় ১মাস
চিকিৎসা শেষে আমিন মেম্বারকে বাড়িতে নিয়ে আসে। পুনরায় শারীরিক অবস্থার
অবনতি হলে কুমিল্লা টাওয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তার মৃত্যু হয়। এছাড়া প্রবাসী ছেলে
শাহজালালেরও চোখে মারাত্মক ভাবে জখম হয়েছেন।
লালমাই থানার অফিসার
ইনচার্জ (ওসি) মো: শাহ আলম জানান, মেম্বার মারা গেছেন শুনেছি। লাশ
ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে। এঘটনায় আমরা ছয় জন ডাকাতকে আটক করতে সক্ষম
হয়েছি। বাকিদের আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।