পুলিশের
সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও এক উপসচিবকে কুমিল্লা কারাগারে আনা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) দুই জনকে কুমিল্লা কারাগারে আনা হয়। কারাগারে একটি
বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা হলেন- পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক উপসচিব কিবরিয়া মজুমদার।
এক
সূত্রে জানা গেছে, দুপুরের কিছু সময় পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে
প্রিজন ভ্যানে করে কঠোর নিরাপত্তায় তাদের কুমিল্লা কারাগারের ফটকে আনা হয়। এ
সময় তাদের নথিপত্র দেখে কুমিল্লা কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়। তবে কোন
মামলায় বা কী কারণে তাদের কুমিল্লা কারাগারে আনা হয়েছে সে বিষয়ে সূত্রটি
কিছুই নিশ্চিত করেননি। কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে
সূত্রটি।
আরেক সূত্রে জানা গেছে, আগামী সোমবার (১১ নভেম্বর) কুমিল্লা
আদালতে এক মামলায় তাদের হাজিরার কথা রয়েছে। যে কারণে দুই জনকে এই কারাগারে
আনা হয়েছে। মামলার কার্যক্রম শেষ হলে আবারও তাদের ঢাকায় নেওয়া হবে।
এ
বিষয়ে কুমিল্লা কারাগারে সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বলেন, কুমিল্লা
কারাগারে প্রতিদিনই অনেক আসামি আনা নেওয়া হয়। আজ আমি জেলা প্রশাসনের একটি
মিটিংয়ে ছিলাম। এখনও বিষয়টি বলতে পারছি না।