মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫
১৫ মাঘ ১৪৩১
কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রা:) লি: এর ৩২ তম বার্ষিক সাধারণ সভা
চেয়ারম্যান ডা.তাহের, ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর
প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ৮:০২ পিএম |

কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রা:) লি: এর ৩২ তম বার্ষিক সাধারণ সভা কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রা:) লি: উদ্যোগে পরিচালকদের নিয়ে ৩২ তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
সাধারণ সভা শেষে কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রা:) লি: এর আগামী ২ বছরের জন্য পরিচালকদের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।পরে নির্বাচিত চেয়ারম্যান সকল পরিচালকের সাথে পরার্মশ ক্রমে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ডা. জাহাঙ্গীর হোসেনকে মনোনিত করেন।সাধারণ সভায় নির্বাচন পরিচালনা করেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত হাসপাতালের কনফারেন্স রুমে এ সাধারণ সভার আয়োজন করা হয়।
কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রা:) লি: চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন এর পরিচালানায় বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের হিসাব পেশ করেন অর্থ পরিচালক আলহাজ¦ নূরউদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রা:) লি: এর পরিচালক ডা. এন এম শাহজাহান, ডা.এম এ সাত্তার, ডা.ফজলুর রহমান মজুমদার, ডা.মো: খোরশেদ আলম, ডা.সফিকুর রহমান পাটোয়ারী, ডা. মো: বেলাল, ডা.মো: ফরিদ উদ্দিন ভুঁইয়া, ডা.মো:লিয়াকত আলী, ডা.মুন্তাকিম মজুমদার, ডা. মো: ইউছুফ মজুমদার,ডা. এম এ মান্নান, ডা. মো: আবুল হাসেম চৌধুরী, ডা.হাবিবা চৌধুরী সুইটি, মোঃ রফিকুল ইসলাম সোহেল, ডা.আব্দুর রব ভুঁইয়া, ডা. মো সফিকুল ইসলাম, মোঃ জহির বিন সুমন ভুইয়া, মিসেস সুরাইয়া বেগম, প্রতিষ্টানের ডি জিএম যথাক্রমে,এড এয়াকুব আলী চৌধুরী, ফখরুল ইসলাম, মো: ইব্রাহীম, এজিএম লুৎফুর রহমান খান মাসুম, প্রশাসনিক কর্মকর্তা যথাক্রমে, ওমর ফারুক সুজন, হোসাইন আহম্মেদ শাহাদাত, নিজাম উদ্দিন মহসিন, মো ইসরাফিল প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রা:) লি:  ইতিমধ্যে বৃহত্তর কুমিল্লায় চিকিৎসা সেবায় আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতে কুমিল্লাবাসীকে নিরবচ্ছিন্নভাবে সেবা দিতে প্রস্তুুত আছে। তিনি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মানুষের সেবা কার্যক্রম আরো বৃদ্ধি করার জন্য সকল পরিচালকগণকে আহবান জানান।













সর্বশেষ সংবাদ
কুমিল্লায় একদিনে ৩ মরদেহ উদ্ধার
নতুন চাষ পদ্ধতিতে লাভের সম্ভাবনা দেখছেন মেঘনার চরের কৃষকরা
চৌদ্দগ্রাম পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত
লালমাই পাহাড় ধ্বংসের বিষয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ
কুমিল্লায় তথ্য মেলার উদ্ধোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার ৮ মডেল মসজিদে বিদ্যুত বিল বকেয়া ৪০ লাখ টাকা
অল্পের জন্য রক্ষা পেলেন স্লিপার বাসের সব যাত্রী
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১০
কোনভাবেই থামানো যাচ্ছেনা গোমতীর চরের মাটি লুট
আখাউড়া বিবিরবাজার ও বিলোনিয়ায় যাত্রী কম থাকলেও আমদানি-রপ্তানি স্বাভাবিক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২