কুমিল্লার তিতাস উপজেলায় রবি মৌসুমে পাঁচশত নব্বই জন কৃষককে প্রণোদনার আওতায় সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর।
মঙ্গলবার
(১২নভেম্বর) দুপুর বারোটায় উপজেলা পরিষদ মাঠে কৃষকদের মাঝে সার ও বীজ
বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন। উপস্থিত
ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা ও কৃষি কর্মকর্তা মো. সাইফ
আব্দুল্লাহ মোস্তাফিন।
এসময় পাঁচ শত সরিষা ফসলের কৃষককে দেওয়া হয়েছে জন
প্রতি এক কেজি সরিষা বীজ এবং ডিএপি সার দশ কেজি ও এমওপি সার দশ কেজি করে।
শীতকালীন পেঁয়াজ ফসল কৃষক দশজনের মধ্যে প্রতিজনকে এক কেজি বীজ এবং দশ কেজি
ডিএপি সার ও এমওপি সার দশ কেজি করে, মসুর ডাল ফসল কৃষক পঞ্চাশ জন এদের
প্রত্যেককে পাঁচ কেজি করে বীজ এবং ডিএপি সার দশ কেজি ও এমওপি সার পাঁচ কেজি
করে, খেসারী ফসল কৃষক ত্রিশজন এদের প্রত্যেককে আট কেজি বীজ এবং ডিএপি সার
দশ কেজি ও এমওপি সার পাঁচ কেজি করে দেওয়া হয়েছে। এছাড়াও কৃষকদের মাঝে গম,
ভুট্টা, চিনাবাদাম ও বোরোধানের বীজ পর্যায় ক্রমে বিতরণ করা হবে।