অনেক
ফুটবলারই আছেন, যাদের পেশাদার ফুটবলের যাত্রা শুরু হয় ১৯ বছর বয়সে। অথচ এই
টিন এইজেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন মার্ক কুকালনকে। চোটে জর্জরিত হয়ে
রিয়াল মাদ্রিদের একাডেমির এই খেলোয়াড় মাত্র ১৯ বছর বয়সেই ফুটবল ছাড়লেন।
স্প্যানিশ
এই মিডফিল্ডার ২০১৬ সালে যোগ দেন রিয়ালের একাডেমিতে। এরপর থেকে আছেন
এখানেই। তবে দীর্ঘ এই পথচলায় একের পর এক চোটে তাকে বেশিরভাগ সময় কাটাতে
হয়েছে মাঠের বাইরেই।
২০২২ সালের গুরুতর এক চোটই শেষ পর্যন্ত কাল হয়ে
দাঁড়াল প্রতিভাবান এই ফুটবলারের জন্য। ওই চোটের পর অনেক চেষ্টা করলেও আর
বেশিদূর টেনে নিতে পারেননি ক্যারিয়ার। রিয়ালের সিনিয়র দলে খেলার স্বপ্নকে
বলি দিয়ে বাধ্য হয়েছেন অবসর নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে।
সামাজিক
যোগাযোগমাধ্যমে রিয়ালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কুকালন বলেছেন 'আমি
বুঝতে পারছিলাম না কিভাবে এই চিঠিটা শুরু করব। তাই আমি সবাইকে হৃদয় থেকে
ধন্যবাদ জানিয়েই শুরু করলাম। আমি রিয়াল মাদ্রিদ একাডেমিতে ২০১৬ সালের
গ্রীষ্মে একটি ছোট ব্যাকপ্যাকে বুক ভরা স্বপ্ন নিয়ে এসেছিলাম এবং আমি খুব
খুশি ছিলাম।'
'আমার মনে হয় আমি সত্যিকার অর্থেই বিশ্বের সেরা ক্লাবের
অংশ হতে পেরেছি এবং স্বপ্ন নিয়ে বেঁচে থাকার সুযোগ পেয়েছি। আমি একজন
ব্যক্তি এবং একজন খেলোয়াড় হিসাবে শিখেছি এবং পরিণত হয়েছি। আমি জীবনের বাকি
অংশে এই মূল্যবোধগুলি বহন করব, যা আমাকে নানা ভাবে অনুপ্রাণিত করেছে। ফুটবল
আমাকে প্রতিটি জয়ে এবং প্রতিটি পরাজয়ে শিখিয়েছে যে, আপনাকে সবসময় বাধা
অতিক্রম করতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। সেই শিক্ষাগুলো চিরকাল আমার
জীবনের অংশ হয়ে থাকবে।'