২০১৯ সালে ইডেন গার্ডেন্সে
ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্টের দলে ছিলেন ইমরুল কায়েস। সেই
ম্যাচের পর আর কোনো ফরম্যাটেই বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি টাইগার এই
ওপেনারকে।
হঠাৎ হঠাৎ আলোচনা চললেও জাতীয় দলে ফেরার অপেক্ষা কেবল দীর্ঘ
হয়েছে ইমরুলের জন্য। এরই মধ্যে এবার টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায়
বলে দিলেন বাঁহাতি এই ব্যাটার।
আজ (বুধবার) দুপুরে নিজের ফেসবুক পেজে
এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ১৬ নভেম্বর খুলনা
বিভাগের পক্ষে শেষ প্রথম শ্রেণির ম্যাচটি খেলবেন ইমরুল।
ফেসবুকে ভিডিও
বার্তায় ইমরুল কায়েস বলেন, আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের
প্রতি ভালোবাসা রেখে জানাতে চাচ্ছি যে আমি খুব দ্রুতই একটি কঠিন সিদ্ধান্ত
নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি
ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে আমার প্রথম শ্রেণির ক্রিকেটেরও সমাপ্তি করতে
যাচ্ছি। এটি জীবনে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে কঠিন ও আবেগের একটি
মুহূর্ত।’
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে অভিষেক
টেস্টের পর এই ফরম্যাটে সব মিলিয়ে ৩৯টি টেস্ট ম্যাচ খেলেছেন ইমরুল কায়েস।
ব্যাট থেকে এসেছে ১৭৯৭ রান। সেঞ্চুরি আছে তিনটি এবং হাফ সেঞ্চুরি চারটি।
সর্বোচ্চ ইনিংস ১৫০ রানের। ব্যাটিং গড় ছিল মাত্র ২৪.২৮।
প্রথম শ্রেণির
ক্রিকেটে ১৩৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগার এই ব্যাটারের। প্রায় ৩৪
গড়ে করেছেন ৭৯৩০ রান। তার ব্যাট থেকে এসেছে ২০টি সেঞ্চুরি ও ২৭টি হাফ
সেঞ্চুরি। খুলনা বিভাগের পক্ষে আগামী ১৬ নভেম্বর শেষবারের মতো প্রথম
শ্রেণির ম্যাচ খেলতে নামবেন ইমরুল।
উল্লেখ্য, ওডিআই ক্রিকেট থেকে ইমরুল
বাদ পড়েছিলেন ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরপরই। এ ছাড়া টি-টোয়েন্টি
ক্রিকেটে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ম্যাচটাই অঘোষিত শেষ
ম্যাচ হয়ে গেছে। লাল-সবুজের জার্সিতে তিন ফরম্যাটে ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ
খেলেছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার।