বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
১২ পৌষ ১৪৩১
তিতাসে কিশোর গ্যাংকে চাঁদা না দেয়ায় গণপিটুনি
১২দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু
হোমনা ও তিতাস প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১২:৪১ এএম |

তিতাসে কিশোর গ্যাংকে চাঁদা না দেয়ায় গণপিটুনি

চাঁদার টাকা না দেয়ায় কিশোর গ্যাং গ্রুপের গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে কুমিল্লার তিতাস উপজেলার স্বপন ভূইয়া (৩৫) নামের এক যুবক। নিহত স্বপন উপজেলার জগতপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের সোবহান ভূঁইয়ার ছেলে। ৩১ অক্টোবর রাতে স্বপনকে পেটানোর ১২দিন পর ঢাকা গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাদক ব্যবসার সাথে জড়িত এমন অপবাদে স্বপনকে মারধর করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্বপন এক সন্তানের জনক এবং তার স্ত্রী মরিয়ম বর্তমানে নয় মাসের অন্তঃসত্ত্বা। 
নিহতের স্বজনরা জানান, আসিফ ও নাজমুল নামে দুই কিশোরের পরিচালনায় একটি গ্যাং দুই দফায় স্বপনের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়। তৃতীয় দফা টাকা না দেয়ায় গত ৩১ অক্টোবর স্বপনকে প্রকাশ্যে তুলে এনে একটি কনফেকশনারি দোকানের সামনে উপর্যুপরি গণপিটুনী, লোহার রড ও পাইপ দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। মারধরে স্বপন অজ্ঞান হয়ে গেলে সন্ত্রাসীরা তাকে ফেলে যায় এবং পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকার একটি বেসরকরী হাসপাতালে ভর্তি দিয়ে চিকিৎসা করান।
স্বপনের স্ত্রী মরিয়ম জানান, আমার স্বামীকে মারার আগে সন্ত্রাসীদের লিডার আসিফ ও নাজমুলসহ কিশোর গ্যাং নানাহ অপবাদ ও ভয় দেখিয়ে দুই দফা চাঁদা নেয়। ওইদিন আবারো তারা দুই লাখ টাকা দাবী করেছিলো। সেই টাকা দিতে মানা করলে তাকে আবার মারধর করে। শেষমেষ আমার স্বামী অনেক যন্ত্রণায় ছটফট করে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওই গ্যাংয়ের ভয়ে গ্রামের মুরব্বিরাও আতংকে থাকতো। আমি এই হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
অভিযুক্ত আসিফ ও নাজমুল 'স্বপ্নপূরণ ফাউন্ডেশন" নামে একটি সংগঠন পরিচালনা করে। ওই সংগঠনের সদস্যরাই স্বপনকে মারধর করে। সদস্যরা ঘটনার পর থেকে তারা আত্মগোপনে থাকায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। অনেকের পরিবারের সদস্যরাও এ বিষয়ে কথা বলতে চাননি। তবে কেউ কেউ কেউ দাবী করেন স্বপন প্রবাস থেকে এসে মাদক বিক্রি করতো। এ নিয়েই স্বপ্ন পূরণের সদস্যদের তাকে বেধম মারধর করে।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ও.সি) মামুনুর রশীদ জানান, শুনেছি উপজেলা ওমরপুর গ্রামে মারামারি হয়। এতে স্বপন নামক এক যুবক আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। নিহতের লাশ বাড়ীতে আনা হয়েছে। গতকাল রাতে নিহতের লোকজন থানায় এসে অভিযোগ না দিয়ে আবার চলে যায়। আজকে এসেছে, অভিযোগ দিলে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।












সর্বশেষ সংবাদ
এক দফা দাবি আদায়ে কুমিল্লা মেডিকেলে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
কেএফসি এখন রাজশাহী ও কুমিল্লা তে
কুমিল্লা আসছেন সিইসি
৭ দিনের রিমান্ডে আকাশ মণ্ডল
মাস্টারের প্রতি ক্ষোভের জের ধরেই জাহাজে সাত খুন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডাকাতদের টার্গেট প্রবাসীর বাড়ি
কুমিল্লার লাকসামে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ
শত কোটি টাকার মানহানির মামলা
কুমিল্লা আসছেন সিইসি
দীর্ঘ তের বছর পর ২৮ ডিসেম্বর দেশে ফিরছেন কায়কোবাদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২