কুমিল্লর
বুড়িচং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে বুড়িচং উপজেলায় বন্যায়
ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ প্রতিবন্ধী ফাউন্ডেশনের
অর্থায়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং
চিকিৎসার অর্থ প্রদান সেমিনার ও প্রশিক্ষণ বৃহস্পতিবার ১৪ নভেম্বর উপজেলা
পরিষদ অনুষ্ঠিত হয়েছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ২ জনসহ মোট
১০ জনের মাঝে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। অপরদিকে সাম্প্রতিক সময়ে
বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ জনের মাঝে মাথাপিছু ৪ হাজার টাকা করে ৪ লক্ষ টাকা
প্রদান করা হয়। এছাড়া একই দিনে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে সমাজসেবা
অফিসের কার্যক্রম সমূহের সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলার সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক জেড এম মিজানুর রহমান খান।
বুড়িচং
উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা এবং
সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কবির আহমদ। বিশেষ
অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মীর হোসেন মিঠু, মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফৌজি আক্তার, কৃষি
কর্মকর্তা আফরিনা বেগম, সমবায় কর্মকর্তা মীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা
সায়েদুল ইসলাম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, বিআরডিবি
কর্মকর্তা সারোয়ার, নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,পল্লী সঞ্চয়
ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার
আব্দুর রহিম। আরো উপস্থিত ছিলেন সহকারী সহকারী সমাজ কল্যাণ কর্মকর্তা আহমদ
উল্লাহ ফিল্ড সুপারভাইজার মো. ইসমাইল হোসেন, অফিস সহকারী ফয়সাল আহমদ
মুন্সী, আবুল কাশেম, আব্দুল মালেক, শাহাদাত হোসেন ও ময়নাল হোসেনসহ অন্যান্য
বিভাগীয় কর্মকর্তাগণ।