বশিরুল ইসলাম:
বিশ্ব
ডায়াবেটিস দিবসের আলোচনা সভা ও গোমতী ডায়াবেটিস ক্লাবের শুভ উদ্বোধন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গোমতী হাসপাতালের প্রধান নির্বাহী
পরিচালক ডা. মো: মজিবুর রহমান বলেন, ডায়াবেটিস রোগীদের বিশেষ করে হাতের এবং
পায়ের যত্ন নিতে হবে। হাতের এবং পায়ের যত্ন নেওয়া খুবই জরুরী। কেননা বয়স
বাড়ার সাথে সাথে এক সময় আস্তে আস্তে রক্ত চলাচল কমে গিয়ে হাত এবং পায়ে ঘা
হয়ে যাবে। যখন হাত এবং পায়ে ঘা হয়ে যাবে তখন হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল
কেটে দিতে হবে অথবা হাত কিংবা পা এমনকি আরো উপরে কেটে দিতে হবে। তখন যে কি
কষ্ট কি যন্ত্রণা তা শুধু যার কাটা হয় সেই বুঝে। তাই বলবো সুস্থ্য থাকতে
ডায়াবেটিস রোগীরা যারা আছেন আপনারা সকলে হাত ও পায়ের যত্ন নিবেন। তাছাড়াও
নির্দিষ্ট পরিমানে খাওয়া-দাওয়া করে ও প্রতিদিন ব্যায়াম করেও ডায়াবেটিস
রোগীরা নিজেদের যত্ন নিতে পারেন। গতকাল বৃহস্পতিবার ১৪ নভেম্বর গোমতী
হাসপাতালে আয়োজিত বিশ^ ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় ডা.
মজিবুর রহমান এসব কথা বলেন। এ সময় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট ডায়াবেটিস মেডিসিন ও হরমোন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ শাহ আলম। বক্তব্য
রাখেন গোমতী হাসপাতালের মেডিকেল কো-অর্ডিনেটর ডা. ইরফান আলম মিশুক,
উপস্থিত ছিলেন ম্যানেজার মো. আলী নেওয়াজ। এর আগে বেলুন উড়িয়ে প্রধান
নির্বাহী পরিচালক গোমতী হাসপাতালের ডায়াবেটিস ক্লাবের শুভ উদ্বোধন করেন।
এ
সময় তিনি আরো বলেন, গোমতী হাসপাতালে রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা
করা হয়েছে। এছাড়াও যে কোন রোগী বছরে এক হাজার টাকার প্রিমিয়াম জমা দিয়ে
সারা বছর বিশেষ ছাড়ে চিকিৎসা গ্রহন করতে পারবে। যাকে আমরা বলি স্বাস্থ্য
বীমা। স্বাস্থ্য বীমা বিশে^র সকল দেশে থাকলেও আমাদের দেশে স্বাস্থ্য বীমাকে
বাধ্যতামূলক করা খুবই প্রয়োজন। আশা করি সরকার এ বিষয়ে দৃষ্টি দেবে। আমরা
আমাদের সাধ্যমত চেষ্টা করছি কুমিল্লার মানুষকে সেবা দিতে। আমাদের হাসপাতালে
ফ্রি ডায়াবেটি গাইড বই, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরীক্ষা নিরীক্ষায় ৩০%
ছাড়, ভর্তি রোগীদের ক্ষেত্রে ১০% ছাড়। এখানে বিশেষজ্ঞ ডাক্তারের ভিজিট
পাঁচশত টাকা এবং ফাস্টিং ব্লাড সুগার টেস্টে নাস্তার ব্যবস্থা। ঔষধে ১০%
ছাড়ের ব্যবস্থা, স্বাস্থ্য বীমার সু-ব্যবস্থা, ডায়েট ও পরামর্শ সেবা ও
মানসিক সহয়তা দেওয়া হয় এই হ্সাপাতালে। এছাড়াও হাসপাতালের ভিআইপি কক্ষসহ
অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে যেখানে কম খরচে আরামদায়ক চিকিৎসা
গ্রহন করতে পারবে।