শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪
১ অগ্রহায়ণ ১৪৩১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে "আল-বাইক বিডি প্রেজেন্টস আইটি ফেস্ট -২০২৪" এর উদ্বোধন
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১:৪৮ এএম |

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে




নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি কতৃক আয়োজিত দুই দিন ব্যাপী "আল-বাইক বিডি প্রেজেন্টস আইটি ফেস্ট -২০২৪" এর উদ্বোধন হয়েছে। আয়োজনের প্রথমদিনে প্রোগ্রামিং কন্টেস্টে ১২ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
আজ শুক্রবার (১৫ নবেম্বর) অনুষ্ঠিত হচ্ছে আইসিটি অলিম্পিয়াড ও ফেস্টের সমাপনী অনুষ্ঠান । গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুই দিন ব্যাপী এ বর্ণিল ফেস্টিভ্যাল এর উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. হায়দার আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো: সোলাইমান,প্রক্টর ড. মো: আব্দুল হাকিম,কে. হোসেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) মো.কামাল হোসেন।
জানা যায়, দুইদিন ব্যাপী আয়োজিত ফেস্টিভালে রয়েছে ১০ টির মতো ইভেন্ট। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রোগ্রামিং কন্টেস্টে ১২ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন ।তারমধ্য রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়,বায়োস্ট,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফেনীবিশ্ববিদ্যালয়,সিসিএন,সিলেট ইন্ট্যারন্যাশনাল ইউনিভার্সিটি,ইসলামিক ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি এবং অন্যান্য। তাছাড়া আরো অনুষ্ঠিত হয়েছে দাবা,টাইপিং প্রতিযোগিতা এবং আইটি ডিভেট। 
আজ শুক্রবার (১৫ নবেম্বর) আইসিটি অলিম্পিয়াড ও  ফেস্টের সমাপনী অনুষ্ঠিত হচ্ছে। 
উক্ত অনুষ্ঠানে প্রায় ১.৫ হাজারের মতো স্কুল,কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছেন । 
শুক্রবার সকাল ১০ টায় আইসিটি অলিম্পিয়াড। 
১০.৪৫ থেকে প্রজেক্ট শো- কেস,দুপুর ২.৩০ থেকে রোবো সকার, বিকেল ৩ থেকে ই-ফুটবল এবং বিকেল ৪ টায় প্রাইজ গিভিং সিরিমনি।
সমপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.মো: হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে থাকছেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার এবং কে. হোসেন গ্রুপ অফ ইন্ডাজট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: কামাল হোসেন।















সর্বশেষ সংবাদ
সাড়ে ২১ হাজার আবেদনে ফল পরিবর্তন ৩৩১ জনের
হয়রানি করতে মামলা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কুবিতে পিএইচডি ও এমফিল চালুর সিদ্ধান্ত
বরুড়ায় সম্পর্কের জেরে পালিয়ে যাচ্ছে কিশোর কিশোরীরা
চৌদ্দগ্রামে বাস পুড়িয়ে ৮ যাত্রী হত্যা সাবেক রেলমন্ত্রীর ভাতিজা তোফায়েল গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তিতাসে কিশোর গ্যাংকে চাঁদা না দেয়ায় গণপিটুনি
ডায়াবেটিসের রোগীদের হাতের এবং পায়ের যত্ন জরুরী........ডা. মজিবুর রহমান
চাঁদাবাজির অভিযোগে হাতিসহ দুইজন আটক
সাবেক আইজিপি শহিদুল হকসহ ৩ জন ফের দুই দিনের রিমান্ডে
অতিদ্রুত সংস্কার করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন-ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২