বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
৭ অগ্রহায়ণ ১৪৩১
নোয়াখালীতে দলীয় নেতাকর্মীদের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৪:৩৬ পিএম |

নোয়াখালীতে দলীয় নেতাকর্মীদের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহতনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দোকানের জায়গা ভরাটকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের হামলায় এক যুবদল নেতা নিহত হয়েছেন। তার নাম ইউনুছ আলী (৩৯)। বৃহস্পতিবার দুপুরে চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম ঘাটে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ইউনুছ আলীর অপর তিন ভাই।

ইউনুছ আলী চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামের রইছুল হকের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ছিলেন। গতকাল রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হামলায় আহত অপর তিন ভাই জহির উদ্দিন (৩৩), নিজাম উদ্দিন (২৮) ও মো. ফরহাদকে (২৪) নোয়াখালী জেনারেল হাসপাতাল ও কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত ইউনুছ আলীর ভগ্নিপতি মো. আলমগীর বলেন, ‌বৃহস্পতিবার দুপুরের দিকে ইউনুছ আলী গুচ্ছগ্রাম ঘাটে তাদের ভাড়া নেওয়া দোকানের একটি জায়গায় মাটি ফেলতে যান। সেখানে তার ওপর হামলা করে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনছুরুল হকের লোকজন। একপর্যায়ে হামলাকারীদের একজন ইউনুছের পেটে ছুরিকাঘাত করেন। বাধা দিতে গেলে তার তিন ভাইকেও মারধর করে আহত করা হয়। চার জনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাত ৯টার দিকে ইউনুছকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

আলমগীরের অভিযোগ, শাহজাহান ও তার ভাই মনছুরুল হক এলাকায় নিজেদের একক আধিপত্য বজায় রাখতে নদী-খাল দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধ করে আসছেন। গত বুধবার বিকালে গুচ্ছগ্রাম ঘাটে তাদের ইজারা নেওয়া খাল দখল করে খালে বসানো জাল কেটে ফেলেন এই দুই বিএনপি নেতার লোকজন। এ নিয়ে সেদিনও তাদের সঙ্গে আমাদের লোকজনের কথা-কাটাকাটি হয়।

অভিযুক্ত দুই বিএনপি নেতা মো. শাহজাহান ও মনছুরুল হক তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তারা বলেন, গতকাল তারা মামলার হাজিরা দিতে নোয়াখালী জেলা শহরে আদালতে ছিলেন। মুছাপুরের কারা কাদের ওপর হামলা চালিয়েছে, তারা জানেন না। তা ছাড়া যে মারা গেছেন, তাকেও তারা ব্যক্তিগতভাবে চেনেন না। কোনও বিশেষ গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে ওই ঘটনায় তাদের নাম জড়াচ্ছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, নিহত ইউনুছ আলীর বাবা রইছুল হক বাদী হয়ে নয় জনকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।












সর্বশেষ সংবাদ
ব্যারিস্টার সুমন ২ দিনের রিমান্ডে
কমলাপুর থেকে ছাড়ছে না কোনো ট্রেন, যাত্রীদের ভোগান্তি
থানায় মামলা দিতে গিয়ে শাহজাহান ওমর গ্রেফতার
মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সেনাবাহিনীর ধাওয়া
প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পেলেন এ এম এম নাসির উদ্দীন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা টাউন হলের সকল কমিটি বাতিল
বিলাসবহুল গাড়িতে মাদক পাচার আটক, ১
এক ঘন্টা পরে ডিউটিতে এসে দুই ঘন্টা আগে চলে যান চিকিৎসকরা
কুমিল্লায় চার জনের অবৈধ সম্পদ অনুসন্ধান করছে দুদক
চান্দিনায় তিন ছাত্রীর টিফিনবক্সে বিষ প্রয়োগ!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২