বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
৭ অগ্রহায়ণ ১৪৩১
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে
চান্দিনা বাজারে তিনশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৫:১৫ পিএম |

  চান্দিনা বাজারে তিনশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নিরবিচ্ছিন্ন রাখতে ধারাবাহিক উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে চান্দিনা বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ। শনিবার সকাল ৯ টা থেকে পরিচালিত অভিযানে অন্তত তিনশত দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন অভিযান নেতৃত্ব দেন।  এ সময় তিনি সাংবাদিকদের জানান,  উচ্ছেদ অভিযানের দীর্ঘস্থায়ী সুফল ভোগ করতে যেসব জায়গা উদ্ধার করা হয়েছে সেগুলো সাধারণ মানুষের ব্যবহারের জন্য ব্যবহার করা হবে। আবার যেন কেউ অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য সড়ক বিভাগ এসব জায়গার সঠিক তত্ত্বাবধানে বাজবে কিংবা যাত্রী ছাউনি তৈরি করতে পারেন। 
 চান্দিনা বাজারে তিনশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদএছাড়া জেলা ম্যাজিস্ট্রেট কঠোর নির্দেশনা রয়েছে সরকারি জায়গায় কেউ স্থাপনা তৈরি করতে পারবেন না।  
সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারে এলাকায়ও বড় আকারে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এখানেও মহাসড়কে যান চলাচল ব্যাহত করে এমন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামী সপ্তাহে দাউদকান্দি এলাকার গৌরীপুরে অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে প্রশাসন। 
 চান্দিনা বাজারে তিনশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
উল্লেখ্য,  অবৈধ স্থাপনা বারবার উচ্ছেদ করলেও পরবর্তীতে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে এইসব সরকারি জায়গায় আবারো স্থাপনা তৈরি হয়ে বেঁধো খুলে চলে যায় বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।  তবে সাধারণ যাত্রী ও চালকদের দাবি, মহাসড়কের জায়গা যেন কেউ দখল করে স্থাপনা তৈরি করে যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে প্রশাসনকেই। 













সর্বশেষ সংবাদ
সশস্ত্র বাহিনী দিবস আজ
কুমিল্লা টাউন হলের সকল কমিটি বাতিল
‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-ষষ্ঠ বর্ষ’ কুমিল্লা অঞ্চলের বাছাইপর্ব কাল
আগামী বছরের প্রথমে কুবিতে সমাবর্তন হবে : উপাচার্য
কুমিল্লা মেডিকেল কলেজ ১০ শিক্ষার্থীকে শাস্তি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা টাউন হলের সকল কমিটি বাতিল
বিলাসবহুল গাড়িতে মাদক পাচার আটক, ১
এক ঘন্টা পরে ডিউটিতে এসে দুই ঘন্টা আগে চলে যান চিকিৎসকরা
চান্দিনায় তিন ছাত্রীর টিফিনবক্সে বিষ প্রয়োগ!
২৪ সেনার দেহাবশেষ সরিয়ে নিচ্ছে জাপান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২