প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৪:৩৪ পিএম |
ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ সপরিবারে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শনিবার রাতে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক তার গাড়িতে পেছন থেকে আঘাত করে। এতে গাড়িটি সামনে পেছনে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ বুকে, চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। তবে তার জ্ঞান ফিরেছে বলে জানান চিকিৎসকরা। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় আনা হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।
রোববার দুপরে ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।
তিনি লেখেন, ‘জনপ্রিয় আলোচক ও দাঈ শায়খ আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ ভাই গতরাতে সপরিবারে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি ও তার স্ত্রী তুলনামূলক বেশি আঘাতপ্রাপ্ত হলেও অবস্থা আলহামদুলিল্লাহ শঙ্কামুক্ত। এই মুহূর্তে তারা চিকিৎসাধীন আছেন। বাকিরা সামান্য আহত হলেও সুস্থ আছেন।’
তিনি আরো লেখেন, ‘তিনি ও তার পরিবার দ্রুত সুস্থ হয়ে উঠুন মহান রবের কাছে আমরা সেই দোয়া করছি।’