বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
৭ অগ্রহায়ণ ১৪৩১
থানায় যোগদানের ২ মাস না পেরোতেই প্রত্যাহার সেই ওসি
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৪:৩৫ পিএম |

থানায় যোগদানের ২ মাস না পেরোতেই প্রত্যাহার সেই ওসিথানায় যোগদানের মাত্র দুই মাস না পেরোতেই প্রত্যাহার হলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান। রবিবার (১৭ নভেম্বর) তাকে সদর থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করার আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজার সদর মডেল থানা ওসি ফয়জুল আজিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলো।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ওসি ফয়জুলকে সদর থানা থেকে প্রত্যাহার করার আদেশ পেয়েছি। দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হবে।

ওসি ফয়জুল আজিম নোমান ছাত্র-জনতার আন্দোলনের পর গত ১৯ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে ঘুষ গ্রহণ ও মামলা বাণিজ্য, থানার ভেতর বিশ্রমাগার তৈরি, আন্দোলনে হামলা ও হত্যার ঘটনার মামলায় এজাহারভুক্ত কোনও আসামিকে আটক করতে না পারা ও ৫ আগস্টের আগে কক্সবাজারের আওয়ামী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখাসহ নানান অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই নিয়ে নানা সমালোচনা মুখের পড়েন তিনি।

এ ছাড়া গত ৭ নভেম্বর বঙ্গোপসাগরের সোনাদিয়া পয়েন্টে জলদস্যুদের হাতে ডাকাতির শিকার হয় আল্লাহর দয়া-৩ নামে চট্টগ্রামের বাঁশখালীর একটি ফিশিং বোট। এ সময় ডাকাতদের গুলিতে মাঝি কুতুবদিয়ার বাসিন্দা মোকারম নিহত হন। বোটসহ অন্য ১৯ জেলেকে অপহরণ করে দস্যুরা। তবে পরে মেশিন বিকল করে তাদের ছেড়ে দেয়। পাঁচ দিন পর গত সপ্তাহের শনিবার অপর একটি ফিশিংবোট সাগরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে এবং রবিবার বিকালে বিকল ফিশিং বোটটিসহ ১৯ জেলে কুতুবদিয়ার উত্তর ধুরুং আকবরবলী ঘাটে পৌঁছেন। পরে জেলেরা যার যার বাড়িতে ফিরে যান।

কিন্তু উদ্ধারের তিন পর মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ওই জেলেদের কক্সবাজার সদর মডেল থানায় এনে নিজের কৃতিত্ব নিতে আকস্মিক এক নাটকীয় প্রেস ব্রিফিং করেছেন থানার ওসি ফয়জুল আজিম নোমান। যেখানে দাবি করেন, জেলেদের উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান চালায়। অভিযানের তাড়া খেয়ে দস্যুরা অপহৃত ১৯ জেলেকে ছেড়ে বাধ্য হন। এরপর থেকে সমালোচনার ঝড় উঠেছিল সর্বত্র। এ ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশিত হয়।












সর্বশেষ সংবাদ
ব্যারিস্টার সুমন ২ দিনের রিমান্ডে
কমলাপুর থেকে ছাড়ছে না কোনো ট্রেন, যাত্রীদের ভোগান্তি
থানায় মামলা দিতে গিয়ে শাহজাহান ওমর গ্রেফতার
মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সেনাবাহিনীর ধাওয়া
প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পেলেন এ এম এম নাসির উদ্দীন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা টাউন হলের সকল কমিটি বাতিল
বিলাসবহুল গাড়িতে মাদক পাচার আটক, ১
এক ঘন্টা পরে ডিউটিতে এসে দুই ঘন্টা আগে চলে যান চিকিৎসকরা
কুমিল্লায় চার জনের অবৈধ সম্পদ অনুসন্ধান করছে দুদক
চান্দিনায় তিন ছাত্রীর টিফিনবক্সে বিষ প্রয়োগ!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২