প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৪:৫১ পিএম |
রাজধানীর আজিমপুরে ডাকাতির সময় আট মাস বয়সী শিশু আরিসা জান্নাত জাইফা অপহরণের মামলায় অপহরণকারী ফাতেমা আক্তার শাপলার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আবুল ফারেজ জুয়েল আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। তবে তার পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।
এর আগে শনিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ নভেম্বর সকাল ৯টার দিকে আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টার লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে ফারজানা নামে এক নারীর বাসায় ডাকাতির সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি তারা একটি বাচ্চাকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীকে ওই শিশুর পরিবার শিশুকে উদ্ধারের জন্য র্যাব-১০ এর কাছে সহায়তা চায়।
বৃহস্পতিবার রাতে র্যাব-১০ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণের পরিকল্পনাকারী ফাতেমা আক্তার শাপলাকে (২৮) গ্রেফতার করে। অপহৃত শিশুকন্যা আরিসা জান্নাত জাইফাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফাতেমা আক্তার শাপলা বগুড়া ধনুট উপজেলার গোলাপপুরের সাদেক আলী তালুকদারের মেয়ে।