প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৬:২১ পিএম আপডেট: ১৭.১১.২০২৪ ৬:২৬ পিএম |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভক্ত শ্রোতাদের গানে গানে মাতিয়ে তুলেছেন দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী কুমিল্লার কৃতি সন্তান আসিফ আকবর। শুক্রবার জাবির ৪৪তম আবর্তনের শিক্ষা সমাপনী উৎসবে ক্যাম্পাস মাতিয়ে তুলেন আসিফ।
জানা গেছে, জাবির ৪৪ তম আবর্তনের শিক্ষা সমাপনী উৎসব ঘিরে ক্যাম্পাসে ২ দিন ব্যাপী ছিলো নানান আয়োজন। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকে পুরো ক্যাম্পাস মুখোরিত ৪৪ তম আবর্তনের শিক্ষার্থীদের আনাগোনায়।
সকালে সারা ক্যাম্পাসে র্যালি করে ৪৪ তম আবর্তনের শিক্ষার্থীরা। দিন গড়িয়ে সন্ধ্যায় ক্যাম্পাস মাতাতে আসেন দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী, বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। একে একে তার গাওয়া জনপ্রিয় সব গানে মেতে উঠেন দর্শক-শ্রোতা। পরে রাত এগারোটার পর মঞ্চ মাতান হাসান।
রিয়েল ডায়মন্ড প্রেজেন্টস “শিক্ষা সমাপনী উৎসব ৪৪ ব্যাচ” এর অন্যতম আকর্ষণ ছিলো আজকের এই অনুষ্ঠান। শিক্ষা সমাপনীর অংশ হিসেবে ৩১ অক্টোবর মঞ্চ মাতিয়েছে জনপ্রিয় ব্যান্ড দল নেমেসিস এবং ব্লু জিন্স। তাছাড়া ছিলো ৪৪ তম আবর্তনের শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে নাচ, গান, পাপেট শো সহ বিভিন্ন সেগমেন্ট। আর আজ আসিফ আকবরের সাথে সবুজঘেরা এই ক্যাম্পাসে সুরের স্ফুলিঙ্গ ছড়িয়েছে জনপ্রিয় বাংলা ব্যান্ড আভাস, বে অফ বেঙ্গল এবং আর্ক! ধারণা করাই যায় যে আজকের এই অনুষ্ঠান চিরস্মরণীয় হয়ে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের মনে।