কুমিল্লায়
বিলাস বহুল গাড়ীতে করে মাদক পাঁচারের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে
র্যাব। মঙ্গলবার (১৯ নভেম্বর) জেলার কোতয়ালী থানার জাগুরজুলি এলাকায়
অভিযানের সময় এসব আটক করে।
জানা যায়, র্যাব সদস্যরা গোপন সংবাদের
ভিত্তিতে জেলার কোতয়ালী থানার জাগুরজুলি এলাকায় অভিযানের সময় একটি
বিলাসবহুল মাইক্রোবাস থেকে ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় মো: রেজাউল
করিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে। আটক রেজাউল শেরপুর জেলার ঝিনাইগাতী
থানার জুলগাঁও গ্রামের মৃত মফিজুল হকের পুত্র।
প্রাথমিক অনুসন্ধানে
র্যাব-১১ জানতে পারে রেজাউল দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা
হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে জব্দকৃত মাইকোবাস ব্যবহার করে দেশের
বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী মুল্যে
বিক্রয় করে আসছে।
কুমিল্লা র্যাব-১১ এর উপ-পরিচালক ও কোম্পানী
অর্ধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান জানান, র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে
সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার
সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার
করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত ভাবে অভিযান পরিচালনা
করছে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন
অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদক
বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।